সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


পোস্ট মুছলেন আমাল!

সুরকার আমাল মালিক বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট করেন। যেখানে নিজের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা তুলে ধরেছিলেন তিনি। এমনকী জানিয়েছিলেন পরিবার ও ভাই আরমান মালিকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করার কথাও। আমালের এই পোস্ট ঘিরে জল্পনা শুরু হয় নেটিজেনদের মধ্যে। যদিও কিছুক্ষণের মধ্যেই এই পোস্টটি মুছে ফেলেন আমাল। 


'টক্সিক'-এ দর হাঁকালেন কিয়ারার

 

যশ-নয়নতারার দক্ষিণী ছবি 'টক্সিক'এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কিয়ারা আদবানি। এই খবর আগেই শোনা গিয়েছিল। ভরপুর অ্যাকশন ঘরানার এই ছবিতে অভিনয়ের জন্য কিয়ারা নাকি ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। টিনসেল টাউনে কান পাতলে শোনা যাচ্ছে, পারিশ্রমিকের আঙ্গিকে এবার প্রিয়াঙ্কা-দীপিকাকে পাল্লা দিতে চলেছেন হবু মা কিয়ারা।

 

কবে আসছে 'গজনি ২'?

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এ আর মুরুগাদোস জানান যে আমির খানের সঙ্গে 'গজনি ২' নিয়ে আলোচনা হয়েছে। পরিচালক জানান, 'সিতারে জমিন পর'-এর শুটিং সেটে 'গজনি ২' নিয়ে আলোচনা হয় তাঁর ও আমিরের। এমনকী, এই ছবির চিত্রনাট্য নিয়েও ভাবনাচিন্তা চলতে বলে জানিয়েছেন তিনি।