সংবাদসংস্থা মুম্বই: কিছু মাস আগে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চেয়েছিলেন আমাল মালিক। অবসাদে ভোগার কথাও জানিয়েছিলেন সুরকার। আমাল সরাসরি আঙুল তুলেছেন তাঁর বাবা-মায়ের দিকে। যদিও সেই পোস্ট তিনি মুছে দিয়েছিলেন কিছুক্ষণেই। কিন্তু তারপর থেকে শিরোনাম দখল করেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমাল বলিউডের অন্দরের গোপন কেচ্ছা ফাঁস করেন। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও। আমাল বলেন, "সুশান্ত সিং রাজপুতের মতো একজন প্রতিভাবান অভিনেতার কী পরিণতি করল বলিউড, তা তো সবার চোখের সামনেই আছে। যদিও অনেকে তাঁর মৃত্যুকে আত্মহত্যা বলে দাগিয়ে দিয়েছেন। তবুও রহস্য তো থেকেই যায়। শেষ পর্যন্ত সুশান্ত তো আর ফিরবে না। আসলে ওঁর এগিয়ে যাওয়াটা অনেকের সহ্য হচ্ছিল না।"
আমালের কথায়, "ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে এত ভাল কাজ করছিল তাই এই পরিণতি হল সুশান্তের। ওঁর মতোই একই পরিণতি হতে পারত কার্তিক আরিয়ানের। ওঁর পিছনেও চক্রান্ত কম হয় না। কিন্তু কার্তিকের সঙ্গে ওঁর বাবা-মা আছেন, ওঁর জোর আছে, তাই ওঁর সঙ্গে অনেকেই পেরে ওঠে না। নয়তো ওঁর হালও এতদিনে খারাপ করে দিত বলিউডের কিছু লোক।"
