সংবাদ সংস্থা, মুম্বই: শুক্রবার দিনভর বিনোদন দুনিয়া ছিল সরগরম। ‘পুষ্পা ২’র বিপুল সাফল্যের মাঝেই আল্লু অর্জুনের গ্রেপ্তারি, জেল হেফাজত, অন্তর্বর্তী জামিন –একের পর এক ঘটে চলে ঘটনাপ্রবাহ। প্রিয় অভিনেতার মুক্তির দাবিতে সরব হন অনুরাগীরা। অবশেষে এক রাত জেলে কাটিয়ে শনিবার সকালে মুক্তি পেয়েছেন আল্লু অর্জুন। এদিন হায়দরাবাদ সেন্ট্রাল জেল থেকে বাড়ি ফেরেন তিনি ৷
জুবিলি হিলসে বাড়ির দিকে রওনা হওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানান তেলেগু অভিনেতা। বলেন, "ভুক্তভোগী পরিবার যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তা অকল্পনীয় ৷ আমার হৃদয় তাঁদের সঙ্গে রয়েছে৷" এখানেই শেষ নয়, তাঁর আরও সংযোজন, "বিগত ২০ বছর ধরে আমি প্রেক্ষাগৃহে যাচ্ছি৷ কিন্তু কখনও এই রকম ঘটনার সম্মুখীন হতে হয়নি। সত্যিই এটা দুর্ভাগ্যজনক ঘটনা ৷"
গত ৪ ডিসেম্বর 'পুষ্পা ২'-র প্রিমিয়ারে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ারে মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এদিন হাত জোড় করে ক্ষমা চান আল্লু। তারকার কথায়, গোটা ঘটনায় তাঁর কোনও হাত ছিল না। আইনকে তিনি সর্বোতভাবে সাহায্য করবেন বলে আশ্বাস দেন। অভিনেতা বলেন, “সকলকে অনেক ধন্যবাদ। আমি ভাল আছি। একজন নাগরিক হিসাবে আইন মেনে চলব। আইনি প্রক্রিয়ায় আমি সবসময়ে সহযোগিতা করব।’’
এদিন অভিনেতার বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন তাঁর স্ত্রী ও দুই সন্তান। সুপারস্টারের জেলমুক্তিতে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। বাড়ি ফেরার পরই আল্লুর সঙ্গে দেখা করেন নাগা চৈতন্য ও রাণা দগ্গুবতী, বিজয় দেবেরাকোন্ডা সহ আরও অনেক তারকা। নাগা ও রানাকে দেখা মাত্রই জড়িয়ে কাছে টেনে নেন ‘পুষ্পা’। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ক্যামেরাবন্দি মুহূর্ত।
