সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

সংশোধনাগারে কী খেলেন আল্লু?


'পুষ্পা ২'-এর প্রিমিয়ারে এসে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর কারণে গ্রেপ্তার হন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। সংশোধনাগারে কাটিয়েছেন এক রাত। তেলঙ্গানা স‌ংশোধনাগারের এক আধিকারিক জানিয়েছেন, অভিনেতাকে সেখানে ভাতের সঙ্গে খেতে দেওয়া হয়েছিল তরকারি। আলাদা করে কোনও বিশেষ চাহিদার কথা বলেননি অল্লু। তাঁকে দেওয়া খাবারই খেয়েছিলেন তারকা। সংশোধনাগারে কোনও অতিরিক্ত সুবিধা চাননি তিনি। উল্লিখিত ঘটনায় জড়িত অভিযুক্তদের সঙ্গেই সংশোধনাারের একটি বিভাগে ছিলেন অল্লু। তবে আদালতের নির্দেশে তাঁর সঙ্গে বিশেষ আচরণ করা হচ্ছিল সংশোধনাগারে। বিশেষ সুবিধা বলতে তাঁকে আলাদা কক্ষ, টেবিল ও চেয়ার দেওয়া হয়েছিল।


সলমন-রশ্মিকার গোপন কথা!


এ আর মুরুগাদোসের পরিচালনায় রশ্মিকা মন্দানার সঙ্গে 'সিকান্দর' ছবিতে জুটি বেঁধেছেন সলমন খান। চলছে শুটিংয়ের কাজ। ছবিতে প্রথমবার জুটি হিসাবে দেখা যাবে সলমন-রশ্মিকাকে। সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, "আমার ও সলমনের মধ্যে এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যা সর্বসম্মুখে বলাটা সম্ভব নয়।"


শাবানার পছন্দের অভিনেতা কে?


শাবানা আজমি ও নাসিরুদ্দিন শাহ নব্বই দশকের বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি, পছন্দের অভিনেতা হিসাবে নাসিরুদ্দিনের নাম নিয়েছেন শাবানা। তাঁর কথায়, "আগে একসঙ্গে কাজ করলেও এখন আমাদের কাস্ট করা হয় না। এটাই আক্ষেপের জায়গা।"