টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কমেডি ছবিতে আলিয়া?
অভিনয় আর মাতৃত্ব—দুই দিক একসঙ্গে সামলাচ্ছেন আলিয়া ভাট। মেয়ের জন্মের পর তিনি শুধু অভিনেত্রী নন, মায়ের ভূমিকাতেও নিজেকে নতুনভাবে খুঁজে পাচ্ছেন। রাহা যেমন ধীরে ধীরে বড় হচ্ছে, তেমনই বাড়ছে আলিয়ার মাতৃত্বের অভিজ্ঞতা আর পেশাগত ব্যস্ততা। সবকিছু সামলে মেয়েকে যথেষ্ট সময় দেওয়া এখন তাঁর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সন্তানের জন্মের পর আলিয়া কিছুটা বিরতি নিয়েছিলেন কাজ থেকে। তবে দ্রুত কাজে ফেরা সম্ভব হয়েছে স্বামী রণবীর কাপুরের সহযোগিতার জন্যই। আলিয়ার কথায়, “মেয়ের জন্মের পর আমরা ঠিক করি, রাহাকে কখনও একা ছেড়ে দেব না। কখনও আমি থাকব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানের পাশে থাকবে।” সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, তিনি রাহার পছন্দের কথা মাথায় রেখে একটি ছবিতে অভিনয় করতে চান। যে ছবি কমেডি ঘরানার হবে। মেয়ের পাশে বসে তিনি ওই ছবিটি উপভোগ করতে চান। তাই এখন থেকে কমেডি ঘরানার ছবি নিয়ে কাজ করার চিন্তায় আছেন আলিয়া।
করণের প্রত্যাশা

বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর তাঁর বহু প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি ‘তখত’ নিয়ে মুখ খুললেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে করণ জানান এই ছবিটির কাজ বন্ধ হয়ে যাওয়া তাঁর কাছে ভীষণ বেদনাদায়ক অভিজ্ঞতা। করণের কথায়, “তখত আমার স্বপ্নের প্রোজেক্ট ছিল। এই ছবির জন্য আমি প্রায় আড়াই বছর ধরে গবেষণা, তথ্য সংগ্রহ আর চিত্রনাট্যে কাজ করেছি। কিন্তু নানা কারণে, বিশেষ করে কোভিড মহামারির অভিঘাতে ছবিটি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। এটা আমার কাছে অত্যন্ত হৃদয়বিদারক।” তিনি আরও জানান, প্রতিটি ছবিরই একটা সময় আর ভাগ্য থাকে। কখনও সেই সময় মেলে, কখনও মেলে না। তাই এই ছবি থেমে গেলেও তিনি আশা রাখেন, ভবিষ্যতে এমন একটি গল্প আবার বড় পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পাবেন। ‘তখত’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল প্রবল। ছবিটি মুঘল আমলের প্রেক্ষাপটে তৈরি হওয়ার কথা ছিল।ছবিতে অভিনয়ের কথা ছিল অনিল কাপুর, করিনা কাপুর খান, রণবীর সিং, ভিকি কৌশল, আলিয়া ভাট, জাহ্নবী কাপুর ও ভূমি পেদনেকরের মতো তারকাদের। এমন স্টারকাস্ট থাকায় ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল গগনচুম্বী। করণ জানিয়েছেন, তিনি এখনও মনে করেন ‘তখত’ তাঁর লেখা অন্যতম সেরা চিত্রনাট্য। যদিও সেই স্বপ্ন থেমে গিয়েছে মাঝপথে, তবুও তিনি অনুরাগীদের আশা জাগিয়েছেন—সঠিক সময়ে হয়তো আবারও এই গল্পকে জীবন্ত করার চেষ্টা করবেন।
আরও পড়ুন: প্রাক্তন প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক কুমার! অতীত ভুলে ফের সম্পর্ক জোড়া লাগছে 'বিগ বস' তারকার?
মুম্বইয়ে মৌন দিলজিৎ!
‘সর্দারজি ৩’ ঘিরে বিতর্কের পর দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে ছিলেন জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। অবশেষে কয়েক মাস পর মুম্বই শহরে তাঁর বিরল উপস্থিতি ধরা পড়ল। তবে তিনি জনসমক্ষে বেরোনোর পরিবর্তে গাড়ির ভেতরেই থাকতে দেখা যায় তাঁকে। অনুরাগী বা সংবাদমাধ্যমের কারও সঙ্গেই তিনি সরাসরি যোগাযোগ করেননি। এর আগে তাঁকে একবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। সেদিনও তিনি অতিরিক্ত ভিড় বা ক্যামেরার সামনে আসতে চাননি, শুধু দূর থেকেই ভদ্রভাবে হাত নাড়ে সম্মান জানিয়েছিলেন। এবারও সেই একই সংযম বজায় রাখলেন। ফলে ভক্তরা তাঁকে দেখতে পেলেও, খুব কাছ থেকে মেলামেশার সুযোগ পাননি। ‘সর্দারজি ৩’-কে ঘিরে নানা বিতর্কে নাম জড়ানোর পর থেকেই দিলজিৎ যেন আলোচনার বাইরে থাকতে চাইছেন। তাই প্রকাশ্যে তাঁর উপস্থিতি এখন প্রায় বিরল। তবে ব্যক্তিগত জীবন ও বিতর্ক থেকে দূরে সরে গিয়ে তিনি কাজের দিকেই মনোযোগ দিয়েছেন।
