সংবাদসংস্থা মুম্বই: শুটিং চলছে সঞ্জয় লীলা বনশালির 'লাভ এন্ড ওয়ার'-এর। রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে জোরকদমে শুটিং করছেন আলিয়া ভাট। এর মাঝেই এল নতুন খবর। এবার হরর থ্রিলার ঘরানার ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। 


মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, দীনেশ বিজনের পরিচালনায় 'ম্যাডক ফিল্মস'-এর ব্যানারে ভৌতিক গল্পে দেখা যেতে চলেছে আলিয়াকে। 'স্ত্রী','ভেড়িয়া', 'মুঞ্জা'র মতো ছবির অংশ হতে চলেছে আলিয়া অভিনীত ছবিটি। জানা যাচ্ছে, কিছুদিন আগেই নাকি পরিচালকের অফিসের বাইরে দেখা গিয়েছিল আলিয়াকে। চিত্রনাট্য নিয়ে পরিচালকের সঙ্গে হয়েছে আলোচনাও। 


যদিও এই মুহূর্তে একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে ছবির ভাবনা। চলছে চিত্রনাট্য লেখার কাজ। আপাতভাবে ছবির নাম ঠিক হয়েছে 'চামুণ্ডা'। যদি সবকিছু ঠিক থাকে অলৌকিক ঘরানার এই গল্পে প্রথমবার দেখা যেতে চলেছে আলিয়াকে। 


প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল 'ম্যাডক ফিল্মস'-এর ব্যানারে আরও একটি হরর থ্রিলার ঘরানার ছবিতে দেখা যেতে চলেছে অভিনেত্রী কিয়ারা আডবানিকে। আপাতভাবে ওই ছবির নাম ঠিক হয়েছে 'দেবী'। বলিউডের দুই অভিনেত্রীকেই হরর থ্রিলারের দুনিয়ার অংশ রূপে দেখতে আগ্রহী দর্শক।