সঞ্জয় লীলা বনশালির আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ঘিরে প্রত্যাশা অনেক দিন ধরেই তুঙ্গে। আলিয়া ভাট, রণবীর কাপুর ও ভিকি কৌশল-এই তিন তারকাকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় দর্শক-অনুরাগীরা। সেই উত্তেজনায় নতুন রসদ জোগাল শুটিং ফ্লোর থেকে ফাঁস হওয়া টাটকা কিছু ছবি। আলিয়া ও রণবীরের নতুন লুক মুহূর্তে ভাইরাল, আর কমেন্ট বক্সে উচ্ছ্বাস উপচে পড়ছে।
ইনস্টাগ্রামে আইফার শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, শুটের ফাঁকে দৃশ্যের মহড়া দিচ্ছেন আলিয়া-রণবীর। পাশে দাঁড়িয়ে স্বভাবতই কঠোর নজরে নির্দেশ দিচ্ছেন বনশালি। আবার বহু নেটিজেন আলিয়ার রেট্রো লুকে পুরনো দিনের ক্লাসিক তারকাদের আবহ খুঁজে পাচ্ছেন। এক অনুরাগীর কথায়, “রাজ কাপুর–শর্মিলা ঠাকুরের মতো লাগছে দু'জনকে,” আবার কেউ লিখেছেন, “বনশালির ম্যাজিক দেখার জন্য আর তর সইছে না।”
ইন্ডাস্ট্রির সূত্রের খবর বলছে, মুম্বইয়ের শুটিং শিডিউল ইতিমধ্যেই গুটিয়ে ফেলেছে টিম। এবার গন্তব্য ইতালি। জানা যাচ্ছে, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ-বড়সড় ক্লাইম্যাক্স। শুট করার জন্য প্রায় ২০ দিনের একটি ফাইনাল শিডিউল রাখা হয়েছে। একটি সূত্রের দাবি, ছবির প্রয়োজনেই মুম্বইতেই সাতের দশকের ইতালির আবহ তৈরি করেছিলেন ভন্সালি। দীপাবলির আগে প্রায় দশ দিন শুট হয়েছে, আর বাকি বড় অংশটি ডিসেম্বর ২০২৫ নাগাদ ইতালিতে সম্পন্ন হওয়ার কথা। মূল পরিকল্পনা ছিল ইদ ২০২৬-এ মুক্তি।
তবে সময়সূচি নিয়ে জল্পনাও আছে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, ছবির কাজ নির্ধারিত সময়ের তুলনায় প্রায় ৪০ দিন পিছিয়ে। সেই কারণেই মুক্তি পিছোতে পারে বলেও শোনা যাচ্ছে। বনশালি নাকি তিন জন মুখ্য অভিনেতাকেই ২০২৬-এর গ্রীষ্ম পর্যন্ত তারিখ খালি রাখতে বলেছেন। পরিস্থিতি দেখে রণবীর ও পরিচালক মিলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবেন বলে খবর।
এই ছবিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ বলেই মানেন রণবীর কাপুর। এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বনশালির সেটে কাজ করা ক্লান্তিকর হলেও শিল্পীর কাছে তা ভীষণ তৃপ্তিদায়ক। চরিত্র, আবেগ, সংগীত আর ভারতীয় সংস্কৃতি-সবকিছুকে যেভাবে বনশালি বোঝেন, তা বিরল। তাই মুক্তির তারিখ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, ‘লভ অ্যান্ড ওয়ার’ ঘিরে আগ্রহ যে তাতে একচুলও কমছে না, সেটাই এখন স্পষ্ট।
