বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না তাঁর ব্যক্তিগত জীবন এবং অবিবাহিত থাকার কারণ নিয়ে মুখ খুলেছেন। যা তাঁর ভক্ত এবং অনুরাগী মহলে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। 'ধুরন্ধর' তারকার এই অকপট স্বীকারোক্তিটি ছিল তাঁর জীবনে বিয়ে না করার দৃঢ় সিদ্ধান্তের ওপর আলোকপাত।

 


একটি পুরোনো সাক্ষাৎকারে অক্ষয় খান্না নিজেকে একসময় একজন 'নিরাশাবাদী রোমান্টিক' হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন যে একসময় তিনি বিবাহিত জীবনের স্বপ্ন দেখতেন এবং কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়েও চিন্তা করতেন। সেই সময়ে তাঁর আশা ছিল যে সঠিক মানুষটিকে খুঁজে নিয়ে তিনি একদিন ঠিকই গাঁটছড়া বাঁধবেন। তবে তিনি এ কথাও স্পষ্ট করে দিয়েছিলেন যে শুধুমাত্র পরিবার বা সমাজের চাপে পড়ে বিয়ে করার বিরোধী তিনি। তাঁর মতে, সঠিক জীবনসঙ্গী না পেলে কেবল বিয়ের উদ্দেশ্যে বিয়ে করাটা ভুল। 

 


তিনি তখন বলেছিলেন, "আমি আশা করছি একদিন এটা ঘটবে," যদিও তাঁর মনে কোনও নির্দিষ্ট প্রতিচ্ছবি ছিল না। তিনি মনে করতেন, মানুষ যখন প্রেমে পড়ে, তখন অন্য মানুষটির 'সমগ্রতা'র প্রেমে পড়ে, সেখানে নির্দিষ্ট কোনো গুণের তালিকা অপ্রয়োজনীয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে অক্ষয় খান্নার জীবন ও সম্পর্ক নিয়ে দৃষ্টিভঙ্গি পাল্টে গিয়েছে। সময়ের পরিক্রমায় তিনি একা থাকা বা নিঃসঙ্গতা উপভোগ করতে শিখেছেন।

 

একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেন যে তিনি বর্তমানে নিজের মতো করে সময় কাটাতে ভালবাসেন। তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, "আমি মনে করি না যে আমি বিয়ে করব। আমি বিয়ের জন্য উপযুক্ত নই। আমি সেই ধরনের জীবনের জন্য তৈরি নই।" তিনি আরও যুক্তি দেন যে, বিয়ে একটি গুরুতর প্রতিশ্রুতি এবং এর জন্য জীবনযাত্রায় একটি চরম পরিবর্তন বা 'ড্রাস্টিক লাইফস্টাইল চেঞ্জ' আনতে হয়। কিন্তু তিনি নিজের জীবনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে চান এবং বিবাহের ক্ষেত্রে যে আপস বা সমঝোতা করতে হয়, তাতে তিনি রাজি নন। তাঁর কথায়, সেই নিয়ন্ত্রণটুকু ছেড়ে দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

 


২০১৬ সালে এক সাক্ষাৎকারে তিনি আরও বিস্তারিতভাবে তাঁর এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে তিনি বরং আরও বেশি 'প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পাওয়া' মানুষে পরিণত হয়েছেন। তিনি স্বীকার করেন যে অতীতে তিনি এমন ছিলেন না, কিন্তু একা থাকতে উপভোগ করার ফলেই তাঁর সম্পর্কের প্রতি এই সতর্কতা বেড়েছে। 

 


তিনি বলেন, "আমি এখন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পাই। আগে এমন ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হয়ে গিয়েছি। এর প্রধান কারণ হল, আমি একা থাকতে উপভোগ করি।"

 


বর্তমানে অভিনেতা অক্ষয় খান্না তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র 'ধুরন্ধর'-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা পাচ্ছেন।