সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা অক্ষয় খান্না। সম্প্রতি এক বিস্ফোরক সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত এবং পেশাদার জীবনের কিছু অজানা দিক প্রকাশ করেছেন অক্ষয়। অকপটে জানালেন কেন তিনি তাঁর বাবা বিনোদ খান্নার সঙ্গে ‘হিমালয় পুত্র’র পর আর কাজ করতে চাননি।
অক্ষয় খন্নার প্রথম ছবি ‘হিমালয় পুত্র’ (১৯৯৭) ছিল বিনোদ খান্নার সঙ্গে তাঁর প্রথম এবং একমাত্র কাজ। কিন্তু এরপর আর কখনও তাঁদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। সাক্ষাৎকারে এই প্রসঙ্গে অক্ষয় বলেছেন, “বাবার সঙ্গে কাজ করা ছিল ভীষণ চ্যালেঞ্জিং। কিছু মানুষ আছে, যাঁদের সঙ্গে কাজ করলে সহ অভিনেতা হিসাবে আপনার আত্মবিশ্বাস কমে যায়। আমার বাবা ছিলেন তাঁদের মধ্যে একজন, এবং অমিতাভ বচ্চন আরেকজন।”
অক্ষয়ের কথায়, “বাবার স্ক্রীন প্রেজেন্স এতটাই শক্তিশালী ছিল যে তাঁর সামনে দাঁড়ানো ভীষণ, ভীষণ কঠিন ছিল। এমন কিছু অভিনেতা আছেন যাঁদের উপস্থিতি আপনার পুরো মনোযোগ টেনে নিয়ে যায়। আমার বাবার মধ্যে সেই ব্যাপারটা ছিল, কিন্তু আমার সেটা নেই। এমন কিছু মানুষ আছেন, যাদের সঙ্গে এক ফ্রেমে দাঁড়ানো সত্যিই কঠিন। ফলে, বুঝতেই পারছেন...।”
এছাড়া, অক্ষয় আরও জানান যে তাঁর বাবার মতো স্টাইল আইকন এবং খ্যাতিমান অভিনেতার পাশে কাজ করা এমনিতেও তাঁর জন্য কখনওই সহজ ছিল না। বিনোদ খান্নার মৃত্যুর পরেও তাঁর ক্যারিশ্মা এবং অভিনয়ের প্রতি শ্রদ্ধা অক্ষয় তীব্রভাবে অনুভব করেন। অক্ষয় তাঁর বাবার আধ্যাত্মিক যাত্রার প্রতিও সম্মান জানিয়েছেন।
সহজ কথায়, অক্ষয় খান্নার স্বীকারোক্তি শুধু অভিনয়ের চ্যালেঞ্জ নিয়ে নয়, বরং এক পরিবার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা নিয়ে।
