আদিত্য ধরের ‘ধুরন্ধর’-এ 'রহমান ডাকাত'-এর চরিত্রে অক্ষয় খান্নার দুর্দান্ত অভিনয় এবং দাপট এখন আলোচনার কেন্দ্রে। তাঁর আইকনিক লুক, তীক্ষ্ণ অভিব্যক্তি এবং বাহরাইনের র্যাপার ফ্লিপারাচির গাওয়া ট্র্যাক ‘এফএনাইনলএ’তে ভাইরাল নাচ—সব মিলিয়ে ছবির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন তিনি। রণবীর সিং, অর্জুন রামপাল, সারা অর্জুন এবং আর. মাধবনের উপস্থিতির মাঝেও পর্দায় অক্ষয় আলাদা করে নজর কাড়ছেন।
এই ছবিতে অক্ষয়ের বিপরীতে দেখা গিয়েছে অভিনেত্রী সৌম্য ট্যান্ডনকে। ছবির একটি দৃশ্যে দেখা যায়, ছেলের মৃত্যুশোকে সৌম্য কাঁদতে কাঁদতে অক্ষয়কে চড় মারেন। সম্প্রতি, এই দৃশ্য এখন নেটপাড়ার আলোচনায়। মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেতা নবীন কৌশিক এই বিষয়ে কথা বলেন। নবীনকে 'ধুরন্ধর'-এ 'ডোঙ্গা ভাই'-এর চরিত্রে দেখা গিয়েছে।
সাক্ষাৎকারে নবীন বলেন, "ওই দৃশ্যের জন্য অক্ষয় ও সৌম্যর বহুবার টেক নেওয়া হয়। কিছুতেই শট ওকে হচ্ছিল না। আমার মনে হয়, কমপক্ষে সাতবার অক্ষয় সৌম্যর কাছ থেকে চড় খেয়েছেন। এই দৃশ্যটা খুবই পাওয়ারফুল ছিল।"
এদিকে, মুক্তি পাওয়ার পর থেকেই ধুরন্ধর ঝড়ে কাবু গোটা দেশে। বক্স অফিসে জাঁকিয়ে ব্যবসা করছে এই ছবি। সদ্যই ২০০ কোটির গণ্ডি টপকাল এই ছবি। আর তারপরই বিপদের মুখে পড়ল রণবীর সিং অভিনীত ছবিটি। একসঙ্গে ছয়টি দেশে নিষিদ্ধ ঘোষণা করা হল এই ছবি। কোন কোন দেশে? মধ্যপ্রাচ্যের ৬টি দেশে দেখানো হবে না ধুরন্ধর। তালিকায় আছে বাহারেন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং আরব আমিরাত।
অ্যান্টি-পাকিস্তান বার্তা দিয়েছে নাকি ধুরন্ধর, তাই এই দেশগুলোতে নিষিদ্ধ করে দেওয়া হল এই ছবিকে। জানা গিয়েছে, ছবির নির্মাতারা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে ছবিটি মুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিটি দেশ থেকেই সেই আবেদন বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, কেবল 'ধুরন্ধর' নয়, এর আগে 'ফাইটার', 'স্কাইফোর্স', 'দ্য ডিপ্লোম্যাট', 'আর্টিকেল ৩৭০', 'দ্য কাশ্মীর ফাইলস'ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও এই ছবিগুলোর মধ্যে ফাইটার ছবিটি আরব আমিরাতে মুক্তি পেয়েছিল, কিন্তু একদিনের মধ্যেই সেই ছবি সমস্ত হল থেকে সরিয়ে নেওয়া হয়। তবে যাই হোক, ভারতীয় বক্স অফিসে দাপট দেখাচ্ছে এই ছবি। ইতিমধ্যেই এক সপ্তাহে ২০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে 'ধুরন্ধর'। এমনকী, দেশের বাইরেও ৪৪.৫ কোটি টাকা আয় করেছে।
