সংবাদ সংস্থা মুম্বই: বলিউডে এমন জমজমাট মুখোমুখি লড়াই বহুদিন দেখা যায়নি! পরিচালক প্রিয়দর্শনের নতুন থ্রিলার ছবিতে সইফ আলি খানের বিপরীতে এবার একেবারে অন্ধকার পথে হাঁটছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শনের নির্দেশনায় ‘ওপ্পম’-এর হিন্দি রিমেকে অক্ষয়ের যোগদানের খবর পাওয়া গিয়েছিল আগেই। এবার জানা গেল 'খিলাড়ি'র  চরিত্র নিয়ে নয়া চমক—এবং তা শুনলে চমকে যাবেন ভক্তরা!

 

 

ছবির সঙ্গে জড়িত এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, এই ছবিতে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে! ওই সূত্র আরও জানিয়েছে, ছবিতে সইফ থাকছেন মুখ্যচরিত্রে আর অক্ষয় থাকবেন এক ভয়ঙ্কর রূপে। ছবিটি মূলত অক্ষয় বনাম সইফ—এক বড়সড় দ্বৈরথ। একে অপরের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়বেন দুই তারকা। এককথায়, জমজমাট, শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা হতে চলেছে এটা।

 

 

নায়কের চরিত্রে দীর্ঘদিনের সুনাম থাকা অক্ষয়ের জন্য এটি স্বভাবতই একেবারেই ভিন্ন রকম সিদ্ধান্ত। যদিও এর আগে রজনীকান্তের ‘রোবট ২.০’তে খলচরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয়।  অ্যাকশন হোক বা কমেডি—অক্ষয় মানেই সাধারণত নায়ক! সেই অক্ষয় এবার নামছেন অ্যান্টি-হিরো রূপে, তাও প্রিয়দর্শনের মতো পরিচালকের সঙ্গে, যাঁর সঙ্গে তিনি এর আগে ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’ এবং ‘গরম মশলা’-র মতো দুর্দান্ত বক্স অফিস সফল সিনেমা উপহার দিয়েছেন। তবে এই বার তাঁদের যুগলবন্দি একেবারে আলাদা—গা ছমছমে, সাইকোলজিক্যাল থ্রিলারের জমিতে।

 

প্রসঙ্গত, এই ছবিটি মালায়ালম সুপারহিট ‘ওপ্পম’-এর হিন্দি রিমেক। জানা গিয়েছে, ২০২৫ সালের আগস্টে শুরু হবে শুটিং, একটানা চলবে পুরো শিডিউল। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। অক্ষয়ের ভিলেন রূপে কামব্যাক এবং সাইফের ঠান্ডা মাথায় ঘুঁটি সাজানো কৌশল, সঙ্গে প্রিয়দর্শনের কাহিনি বলার জাদুতে এই থ্রিলার যে হতে চলেছে বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি তা নিয়ে সন্দেহ নেই।

 

ইতিমধ্যেই ‘খিলাড়ি’র অনুরাগীরা সমাজমাধ্যমে বলাবলি শুরু করে দিয়েছেন, “অপেক্ষায় থাকুন—কারণ এবার নায়ক নন, খলনায়ক হয়ে বাজিমাত করতে আসছেন অক্ষয় কুমার!”