সংবাদ সংস্থা মুম্বই: ‘ভূত বাংলা’-র শ্যুটিং শেষ করে কেরলের মনোরম পরিবেশে এবার নতুন মিশনে নামলেন অক্ষয় কুমার। না, কোনও অ্যাকশন নয়—এইবার তিনি শুরু করলেন ‘ওহ মাই গড’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পর্ব নিয়ে আলোচনা!
সূত্রের খবর, পরিচালক অমিত রাই-কে সঙ্গে নিয়েই কেরলে ‘ভূত বাংলা’-র তিন দিনের গান শুট করেন অক্ষয়। আর সেখানেই চলেছে ‘ওএমজি ৩’-এর কনসেপ্ট নিয়ে টানা আলোচনা। খবর, ‘ওএমজি ৩’-এর জন্য অমিত রাইয়ের মাথায় একাধিক প্লট ছিল। সেই সব বিষয়ই তিনি বিশদে আলোচনা করেছেন অক্ষয়ের সঙ্গে। কেরলে থাকার পুরো সময়টাতেই দু’জনে এ ছবির গল্পের নানা দিক নিয়ে গভীর আলোচনা করেছেন।
লক্ষ্য একটাই—‘ওএমজি’ ও ‘ওএমজি ২’-এর সাফল্যকে ধরে রেখে এই সিরিজের তৃতীয় ছবিটিকে আরও শক্তপোক্ত ও প্রাসঙ্গিক করে তোলা। এবং শোনা যাচ্ছে এই ছবির শুটিং শুরু করার পরিকল্পনাও নাকি আপাতত রাখা রয়েছে ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে। সূত্র আরও জানিয়েছে, ওএমজি ৩ নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না নির্মাতারা। গল্পের গুণগত মানই প্রথম প্রাধান্য। পুরনো ধারার সঙ্গে সমকালীন নতুন উপাদান মিশিয়ে এমন এক চিত্রনাট্য তৈরি করার পরিকল্পনা চলছে, যা আগের ছবিগুলোর উত্তরসূরি হয়েও আলাদা এক মাত্রা তৈরি করবে।
এই মুহূর্তে পরিচালক অমিত রাই স্ক্রিপ্টের খসড়া তৈরি করছেন। কাস্টিং শুরু হবে ফাইনাল স্ক্রিপ্ট লক হওয়ার পর। তবে আগের দুই কিস্তির মতোই ‘ওএমজি ৩’-এও থাকবে কোর্টরুমের টানটান নাটক আর সমাজ নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।
এদিকে প্রিয়দর্শন পরিচালিত হরর-কমেডি ‘ভূত বাংলো’-র শুটিং শেষ করলেন অক্ষয় কুমার। কেরলে ওয়ামিকা গাববির সঙ্গে একটি গানের শ্যুটেই শেষ হল শেষ ল্যাপ। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২ এপ্রিল। পরের শিডিউলে অক্ষয়ের ক্যালেন্ডারে রয়েছে একটি থ্রিলার, পরিচালক প্রিয়দর্শন, সহ-অভিনেতা সইফ আলি খান। এই ছবির শ্যুট শুরু হবে ২০২৫ সালের আগস্টে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘হাউসফুল ৫’, যা আসবে ২০২৫ সালের ৬ জুন।
