নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর আগামী পর্ব যে হাসির বন্যা বইয়ে দেবে, তা বোঝা যাচ্ছে সদ্য প্রকাশিত প্রোমো থেকেই। কারণ এবারে সেই শোয়ের পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন অজয় দেবগণ, ম্রুণাল ঠাকুর, রবি কিষণ, সঞ্জয় মিশ্র, বিন্দু দারা সিং, কুবরা সেঠ এবং দীপক ডোবরিয়াল—তাঁদের আসন্ন ছবি ‘সন অফ সর্দার ২’-এর প্রচারে। প্রোমোর ভিডিওর শুরুতেই বাজিমাত করেন অজয় দেবগণ! কপিল প্রশ্ন করেন— “ভিলাই থেকে গঙ্গারামজি জানতে চেয়েছেন, আপনার তো গোলমাল, অল দ্য বেস্ট-এর মতো সুপারহিট কমেডি আছে, তা হলে এখানে এসে এত সিরিয়াস কেন?” অজয়ের ঠান্ডা জবাব— “ফিল্মে কাজ করে পয়সা রোজগার করি। আর এখানে আমি এসেছি বটে কিন্তু টাকা কামাচ্ছিস তুই, তাই।” এমন সরাসরি বাউন্সারেই অজয় যেন দখল নিয়েই নিলেন মঞ্চের!
এর পর অজয় দেবগণ-স্পেশ্যাল রোস্টিংয়ে একে একে বিদ্ধ হন নবজোৎ সিং সিধু এবং রবি কিষণও।
সিধুকে উদ্দেশ্য করে অজয়ের খোঁচা— “সিধু তো ক্রিকেট আর রাজনীতিতে প্রথমে রুমাল ফেলেছিলেন, আর এখন তো গোটা চাদরই বিছিয়ে দিয়েছেন!” দর্শকের হাসির রোলের মাঝেই অভিনেতা-বিজেপি নেতা রবি কিষণ-এর স্ত্রীর পা ছুঁয়ে ঘুমোনোর অভ্যাস নিয়ে কপিলের মিষ্টি মন্তব্যে যেখানে ম্রুণাল বলেন ‘আউউ’, সেখানে অজয়ের কটাক্ষ—“যে যত বেশি দোষী, সে তত বেশি স্ত্রীর পা ছোঁয়।” পুরো সেট ততক্ষণে হেসে লুটোপুটি।
আরও পড়ুন : হিমালয়ের কোলে ছুটি কাটাতে গিয়ে ফাঁস সানির ‘হনুমান’ লুক? অভিনেতার ‘নয়া লুক’ দেখে কী বলছে নেটপাড়া?
এরপর রবি কিষণ-এর রাজনীতিক পরিচয় নিয়েও ভেসে আসে 'সিংহম'-এর ঝাঁঝালো ঠাট্টা— “এরকম রাজনীতিবিদদের হাতে মাইক দেওয়া উচিৎ না।” অজয় কপিলের ওজন কমা নিয়েও খোঁচা দিতে ছাড়েননি—“ওজন শুধু শরীরে না, নাকে পর্যন্ত কমেছে।” কপিল তো রীতিমতো বলে ফেললেন— “আজ তো অজয় স্যার একেবারে ফ্রন্ট ফুটে খেলছেন!”
কপিল শর্মার শোয়ের এই প্রোমো দেখে কী বলছে নেটপাড়া? প্রোমোতেই চড়ছে উত্তেজনার পারদ। কেউ লিখেছেন— “যখন একজন ইনট্রোভার্ট স্বচ্ছন্দ হয়!” আর একজনের মন্তব্য— “ফাটিয়ে দিলেন অজয় দাদা! এবার তো সাবস্ক্রিপশন নিতেই হবে নেটফ্লিক্সের!”
প্রসঙ্গত, ‘সন অফ সর্দার ২’ সম্পর্কে কিছু তথ্য:
পরিচালক: বিজয় কুমার অরোরা
প্রযোজনা: অজয় দেবগণ, জ্যোতি দেশপান্ডে, এনআর পাচিসিয়া ও প্রভীন তালরেজা।
মুক্তির তারিখ : ২৫ জুলাই
জানিয়ে রাখা ভাল, ২০১২ সালের ‘সন অফ সর্দার’ ছবির পরিচালনায় ছিলেন অশ্বিনী ধীর।
অন্যদিকে, ‘সন অব সর্দার ২’-এর গান ‘পহলা তু’-তে অজয় দেবগণ আর ম্রুণাল ঠাকুরের আজব হাত-নাচ দেখে নেটপাড়া এখন যাকে বলে 'মিম-উইথ-তন্দুরি!' সেই মিউজিক ভিডিওতেই দেখা যাচ্ছে, অজয় দেবগণ ম্রুণালকে জড়িয়ে ধরে শুধুই হাতের ভঙ্গিমায় নেচে চলেছেন (না কি নাচার চেষ্টা করছেন?) নেটপাড়ার বড় অংশের রসিক মন্তব্য - এ যেন ফিজিক্যাল এডুকেশনের অদ্ভুত সংস্করণ!এবার করা সেই মিম নিয়ে মুখ খুললেন খোদ অজয় দেবগণ। ‘সন অব সর্দার ২’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে তিনি বলেন—“আপনারা আমার মজা উড়াচ্ছেন, কিন্তু জেনে রাখুন এই নাচটুকু করাটাও আমার জন্য খুব কঠিন ছিল। যাই হোক, আমি তো এটা করেই ফেলেছিএবার তার জন্য একটা অন্তত ধন্যবাদ দিন।আমাকে ” পাশ থেকে ম্রুণাল ঠাকুর হেসে যোগ করলেন— “দেখতে খুব সহজ লাগলেও, এই নাচটা করতে গেলে মাথার দারুণ ব্যায়াম হয়ে যায়!”
