সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
'ধুম ২'-এর জন্য কঠিন কাজ ঐশ্বর্যর!
২০০৬-এ মুক্তি পেয়েছিল 'ধুম ২'। ছবিতে ঐশ্বর্য রাই নজর কেড়েছিলেন। কিন্তু এই ছবির জন্য কঠোর পরিশ্রম করতে হয় অভিনেত্রীকে। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, 'গুরু'তে অভিনয়ের সময় কিছুটা ওজন বাড়াতে হয় ঐশ্বর্যকে। কিন্তু তারপরেই 'ধুম ২'-এর জন্য কমপক্ষে ৫ কিলো ওজন কমাতে হয়, তা মাত্র ১০ দিনে। প্রযোজক আদিত্য চোপড়ার কথা রাখতে মাত্র ১০ দিনেই নিজের ওজন কমিয়ে ফেলেন ঐশ্বর্য।
বাবা-মায়ের বিচ্ছেদে সমর্থক জুনেইদ
২০০২ সালে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন আমির খান ও রিনা দত্ত। সেই সময়ে ছেলে জুনেইদের বয়স মাত্র আট। বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে জুনেইদ এক সাক্ষাৎকারে বলেছেন, "ভালই হয়েছিল, বাবা-মা বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। তখন বোধহয় আমার বয়স মাত্র আট। কিন্তু ওঁরা বুঝতেই দেননি যে ওঁরা এখন আলাদা। ১৯ বছর বয়স পর্যন্ত ওঁদের আমি ঝগড়া দেখিনি। তারপরই প্রথম ওঁদের ঝগড়া করতে দেখি। যদিও ওঁরা সবসময় আমাদের পাশে থেকেছেন।"
গোবিন্দা-সুনীতার মাঝে রবিনা?
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা তাঁদের দাম্পত্যের খুঁটিনাটি বিষয়ে কথা বলেছেন। তাঁর কথায় উঠে এসেছে অনেক অজানা তথ্য। এক সময় রবিনা টন্ডন বলেছিলেন, গোবিন্দার সঙ্গে তাঁর আগে দেখা হলে তিনি গোবিন্দাকেই বিয়ে করতেন। এর জবাবে সুনীতা বলেছিলেন, "ঠিকাছে এখন নিয়ে যাও, পরে তুমিও বুঝতে পারবে।"
