প্রেম ও বিয়েকে কেন্দ্র করে দূরত্ব বাড়ে মা ও মেয়ের। বাবা থাকতেও নানা কারণে মেয়ে অহনা দত্তকে একা হাতে মানুষ করেছেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। গতকাল কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। এই পুরো সময়টা শ্বশুর এবং স্বামী দীপঙ্করকে নিয়েই কাটিয়েছেন অহনা। মাত্র ২১ বছর বয়সে মা হয়েও এই সময়টা মায়ের মতো কাউকে পাশে পাননি তিনি। কারণ শাশুড়িকেও হারিয়েছেন অহনা।
অনেকেই ভেবেছিলেন সন্তানের জন্ম দেওয়ার পর হয়তো মায়ের সঙ্গে দূরত্ব মিটবে অহনার। অভিমানের পাহাড়ের বরফ গলে হবে জল। তা নয় বরং হল উল্টোটাই। মঙ্গলবার সমাজমাধ্যমে মেয়ে এবং জামাইকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন চাঁদনী গঙ্গোপাধ্যায়। এর আগে তিনি একাধিকবার নিজের কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তিনি মনে করেন তাঁর আর কোনও সন্তান নেই।
এমনকি মঙ্গলবার সকালে সমাজমাধ্যমে নিজের নাচের স্কুলের একটি ভিডিও ভাগ করে চাঁদনী বলেন 'এখন আমার একটাই পরিচয়, আমি একজন নৃত্যশিল্পী। এই পরিচয় নিয়েই থাকতে চাই।' নিজেও কিছুদিন আগে মাকে হারিয়েছেন চাঁদনী। সেই সময় অবশ্য অহনা দাবি করেন, দিদাকে শেষবারের মতো দেখতে দেননি তাঁর মা। বাড়ির সামনে গিয়ে অনেক অনুরোধ করলেও সেখান থেকে তাঁদের ফিরে আসতে হয়েছে।

এই মন খারাপের কথা সমাজমাধ্যমে ভাগ করে নেন অহনা। এই সময় মায়ের প্রতি রাগ যেন আরও তীব্র হয় অহনার। সোমবার মেয়ের মা হওয়ার খবর নাকি পাননি তিনি, এমনটাই আজকাল ডট ইন-কে প্রথমে জানিয়েছিলেন চাঁদনী। মঙ্গলবার সমাজমাধ্যমে অহনার মা চাঁদনী লেখেন, 'তিলে তিলে বড় করা সন্তানকে দেখার জন্য যদি শর্ত দেওয়া হয় একজন অপরাধীকে মেনে নেওয়ার। তবেই আপনি দেখা পাবেন আপনার সন্তানের, তাহলে চাইনা এমন সন্তান। মা হলেই ব্ল্যাকমেইল করা খুব সহজ, তবে প্রয়োজনে মায়েরা অত্যন্ত কঠিন হতে ভয় পায় না। এটিএম মেশিন না হতে পারলে যত্নটা ঠিক আসে না। তাইতো কারওর ২১ দিন রক্ত গঙ্গা বয়ে গেলেই বা কিসের কি, সেই সন্তানের মা তো আর এটিএম মেশিন নয়।'
মূলত অহনার স্বামী রূপটান শিল্পী দীপঙ্করকে নিয়েই যে এই মন্তব্য করেছেন চাঁদনী, তা বেশ বোঝা যায়। এর আগেও একাধিকবার চাঁদনী দাবি করেছেন অহনার টাকার জন্যই নাকি দীপঙ্কর তাঁকে ভালবাসেন। কিন্তু অহনাকে দীপঙ্করের সঙ্গে বেশ আনন্দে থাকতে দেখা যায়। অত্যন্ত অল্প বয়সেই জানে ও গুছিয়ে নিয়েছেন নিজের সংসার। অহনা জানিয়েছিলেন এই মা হওয়ার জার্নিতেও দীপঙ্কর তাঁর পাশে ছিলেন সব সময়। তবে অনুরাগীরা চান মা ও মেয়ের দূরত্ব ঘুচিয়ে দিক এই ছোট্ট প্রাণ।
আরও পড়ুন: আসছে 'সখী ভালবাসা কারে কয়', 'ডার্ক লাভ স্টোরি'র গল্পে জুটি বাঁধছেন টলিপাড়ার কোন তারকারা?
নাতনির জন্মের খবর পেয়ে এবার কি মেয়ের কাছে যাবেন মা চাঁদনী গাঙ্গুলি? আজকাল ডট ইন-এর প্রশ্নে চাঁদনী খানিকটা চুপ করে থেকে, দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, "মন থেকে চাই যেন ওরা সুস্থ থাকে, ভাল থাকে। সামনে গিয়ে না দাঁড়ালে কি প্রার্থনা কাজ করে না? দূর থেকেই ওদের সুস্থতা কামনা করছি। আমি তো জানি আমি কীসের মধ্যে দিয়ে গিয়েছি। এইসব কথা মুখেও আনতে চাই না। কীভাবে আমি একমাত্র মেয়েকে ছাড়া দিন কাটিয়েছি, কীভাবে আমার কোল খালি করে মাত্র একদিনের নোটিশে আমার থেকে ১৮ বছরের মেয়েকে কেড়ে নেওয়া হল, তা আমিই জানি। আমি তো পাগল নই, শিশুদের খুব ভালবাসি, তাই দূর থেকেই চাই ও খুব ভাল থাকুক।"
চাঁদনী আরও বলেন, "চাই অহনা যেন অনেক রোজগার করে। কারণ, যতদিন ওর কাছে টাকা থাকবে, ততদিন ওই মেকআপ আর্টিস্টের সঙ্গে ও ভাল থাকবে। আমার মেয়ে বরাবরই সরল, বোকা। তাই অনেককিছু বোঝে না। আমি শুধু এখন ওর ভাল থাকাটাই কামনা করি।" কথার শেষে গলা ভারী হয়ে আসে চাঁদনীর, কেঁদে ফেলেন তিনি।
