সংবাদসংস্থা মুম্বই: শোকের ছায়া নামল অভিনেতা সুনীল শেট্টির পরিবারে। প্রিয়জনকে চিরকালের জন্য হারালেন তারকার পরিবারের সদস্যরা। শনিবার সকালে প্রয়াত সুনীল শেট্টির ছেলে অহন শেট্টির প্রিয় পোষ্য ব্রোডি। পোষ্যকে সারমেয়কে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন অহন। 

 

 

 

বেশ কয়েক বছর অহনের সুখে-দুঃখের সঙ্গী ছিল সে। তাই তাকে হারানোর যন্ত্রণা যেন সহ্য করতে পারছেন না অহন। সমাজমাধ্যমে ব্রোডির সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে অহন লেখেন, 'তুমি আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ক'বছরে আমার ছায়াসঙ্গী হয়ে ছিলে।‌ সুখ-দুঃখ, ওঠা-পড়ার সঙ্গী ছিলে তুমি। তোমায় চিরতরে বিদায় জানানো জীবনের সবচেয়ে কঠিনতম কাজ। যেখানেই থাকো, খুব ভাল থেকো। যতক্ষণ না পর্যন্ত আমাদের আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমায় ভুলতে পারব না।"

 

 

 

 

পরিবারের প্রিয় সদস্যের হঠাৎ প্রয়াণে ভেঙে পড়েছেন অহনের দিদি আথিয়াও‌। সমাজমাধ্যমে তিনি লেখেন, 'তোমায় ছাড়া ফাঁকা বাড়ি ভাবাই যায় না। তুমি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিলে। অনেক ধন্যবাদ তোমার উপস্থিতিতে আমাদের ছোটবেলাটা রঙিন করার জন্য। তোমার অভাব রোজ অনুভূত হবে।'