সংবাদ সংস্থা মুম্বই: শেষমেশ প্রকাশ পেল মোহিত সুরি পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি ‘সইয়ারা’-র ট্রেলার। যশ রাজ ফিল্মস -এর ইউটিউব চ্যানেলে বুধবার প্রকাশ পায় ২ মিনিটের বেশি দৈর্ঘ্যের আবেগঘন এই ট্রেলার, যেখানে একসঙ্গে ধরা পড়েছে প্রেম, যন্ত্রণা, ছলনা আর  হৃদয় ভাঙার গল্প।

 

ট্রেলারের শুরুতেই দেখা যায় আহান পাণ্ডে (কৃষ কাপুর) নামের এক উদীয়মান গায়ক চরিত্রে, আর অনীত পাড্ডা এক গীতিকার হিসেবে, যিনি কৃষ-এর জন্য গান লেখেন। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে, ভাগ করে নেয় নানা আবেগঘন মুহূর্ত। কিন্তু হঠাৎই রোম্যান্স থেকে রুক্ষ বাস্তবতায় ধাক্কা— কৃষকে ছুরি দেখিয়ে এক অনুষ্ঠান ছাড়তে বাধ্য করেন অনীত! ঘটনায় একেবারে ভেঙে পড়ে কৃষ, রাগে, যন্ত্রণায় ফেটে পড়ে।

 

 

 

কৃষের বাবা (ভূমিকায় বরুণ বাদোলা) তাঁকে বলেন,“তোমার প্রেমের জন্য নিজেকে শেষ কোরো না।”এক ঝলকে দেখা যায় অনীত-এর চরিত্রের বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারও সঙ্গে! তাতে কি প্রেম ফুরিয়ে যাবে, না শুরু হবে নতুন অধ্যায়? তা জানতে অপেক্ষা ১৮ জুলাই পর্যন্ত।

 

এই ছবির মাধ্যমেই পরিচালক মোহিত সুরি আবার ফিরছেন মিউজিক্যাল ড্রামা ঘরানায়—যেখানে তিনি ‘আশিকি ২’-এর মতো হিট উপহার দিয়েছিলেন। ছবির সঙ্গীত পরিচালনায় রয়েছেন তনিষ্ক বাগচী। এছাড়া আহান পাণ্ডে ও অনীত পাড্ডা—উভয়েরই এটি বলিউডে আত্মপ্রকাশ।

 

আহানকে প্রস্তুত করেছেন আদিত্য চোপড়া নিজে, এবং ৬ বছরের প্রশিক্ষণ শেষে তাঁকে এই ছবির জন্য চূড়ান্ত করা হয়।