'সাইয়ারা' ছবির হাত ধরে একসঙ্গে বলিউডে অভিষেক হয় আহান পাণ্ডে এবং অনীত পাড্ডার। প্রথম ছবিতেই এই জুটি নজর কাড়ে দর্শকদের। দারুণ হইচই পড়ে যায় ছবি, ছবির গল্প এবং অভিনেতাদের অভিনয় নিয়ে। কিন্তু সাফল্যের সঙ্গে যেমন নাম, খ্যাতি আসে, তেমনই আসে সমস্যাও। 'সাইয়ারা' ছবিটি ২০২৫ সালের অন্যতম হিট ছবি, বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। এমনকী এই ছবির পর চলতি বছরে গুগলে সবথেকে বেশি খোঁজা হয়েছে আহান এবং অনীতের নাম। কিন্তু এই সাফল্যগুলোর পাশাপাশি আরও এক অদ্ভুত উপহার পেয়েছিলেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অদ্ভুত উপহার প্রসঙ্গে মুখ খুলেছিলেন আহান পাণ্ডের মা ডিন পাণ্ডে। তিনি জানিয়েছেন ছেলের ছবি মুক্তি পাওয়ার পরই তাঁদের বাড়ির ডাকবাক্স গুচ্ছ গুচ্ছ চিঠি, উপহারে উপচে পড়ে। সেই বিষয়ে তিনি বলেন, 'সাইয়ারা মুক্তি পাওয়ার এক সপ্তাহের মধ্যে ওকে (আহান পাণ্ডে) সব জায়গায় মানুষ ছেঁকে ধরতে শুরু করে। আমাদের বাড়ির সামনে ছবি শিকারিরা দাঁড়িয়ে থাকতে শুরু করে। আমরা খুব স্বাভাবিক জীবন যাপন করি। আমি, আমার স্বামী (চিক্কি পাণ্ডে) তেমন কোনও ইভেন্টেও যাই না। কিন্তু এই ছবি মুক্তি পাওয়ার পর সবাই আমাদের দিকে বিশেষ নজর দিতে শুরু করল। ওর সবথেকে বৃদ্ধ ফ্যানের বয়স ৮০ এর ঘরে, আর ছোট্ট ফ্যানের বয়স আড়াই বছর। তার বাবা মা সাইয়ারা ছবির গানে খুদের নাচের ভিডিও পাঠিয়েছে। প্রচুর চিঠি পাই। প্রতিটি খুব আবেগঘন। আহান তো এগুলোকে ওর সৈনিক বলে। কিছু চিঠিতে বলা হয়েছে, এই ছবি নাকি তাঁদের জীবন বদলে দিয়েছে। কিছু তো বেশ মিষ্টি, সরলতায় ভরা। মেয়েরা জানাচ্ছে ওকে বিয়ে করতে চায়, ওর প্রেমিকা হতে চায়। আমার তো বেশ মজা লাগছে।'
এরপরই বিস্ফোরক তথ্যটি দেন ডিন। জানান কেবল এসব নয়। উপহারে রক্তমাখা চিঠিও পেয়েছেন। সেই স্মৃতি হাতড়ে আহানের মা বলেন, 'কিছু মাস আগেই আমরা একটা চিঠি পেলাম যেটা রক্ত দিয়ে লেখা হয়েছিল। আমরা সেই চিঠির উত্তরও দিয়েছি। অনুরোধ করেছি এমন যেন আর না করে। এগুলো খুবই বিপজ্জনক।'
প্রসঙ্গত, 'সাইয়ারা' চলতি বছরের ১৮ জুলাই বড়পর্দায় মুক্তি পেয়েছে। মোহিত সুরি ছবিটির পরিচালনা করেছেন। ছবিটি বক্স অফিসে হিট হওয়ার পাশাপাশি এর গানও সমান ভাবে সাড়া পেয়েছে। বিশ্বজুড়ে ছবিটি ৫৭০ কোটি টাকা আয় করেছে। যে দর্শক 'সাইয়ারা' ছবিটি দেখতে চান, অথচ বড়পর্দায় দেখা হয়নি, তাঁরা এটা নেটফ্লিক্সে পাবেন।
