নিজস্ব সংবাদদাতা: খবর, আবারও সিরিজে ফিরছেন দেবালয় ভট্টাচার্য। বড় পর্দা থেকে ওয়েব সিরিজ— একটি কাজ শেষ হয় তো পরের চিত্রনাট্যে মন দেন পরিচালক। বড়পর্দায় তাঁর পরিচালিত 'ড্রাকুলা স্যার', শ্রীস্বপনকুমারের বাদামী হায়নার কবলে' সমালোচক মহলে দারুণ প্রশংসা পেয়েছিল। ওটিটিতে তাঁর পরিচালনায় ‘মন্টু পাইলট’, ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর মতো একাধিক সিরিজ দারুণ সফল। এবার শোনা যাচ্ছে, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের বিপুল সাফল্যের পর আবারও নারীকেন্দ্রিক গল্প নিয়ে সিরিজ তৈরির কথা ভাবছেন পরিচালক। সূত্রের খবর, লেখিকা সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় উপন্যাস শঙ্খিনী-কে ওটিটির পর্দায় হাজির করতে চলেছেন পরিচালক! প্রযোজনার দায়িত্বে রয়েছে বাংলার এক প্রথম সারির ওটিটি সংস্থা। 

 

‘শঙ্খিনী’ আদতে নানা সম্পর্কে গাঁথা জীবন যেন বা শেষ অবধি নৈঃশব্দের কন্ঠস্বর| যৌথ পরিবারকেন্দ্রিক এই কাহিনী মানুষের সম্বন্ধকে ঘিরে গড়ে তুলেছে এক বিচিত্র জীবনবোধ| এই উপন্যাস আসলে জীবনের সেই স্রোতগাথা, যার কেন্দ্রীয় চরিত্র জীবন নিজেই। টলিপাড়ায় ফিসফাস, ‘শঙ্খিনী’র উপন্যাসের প্রধান দুই মহিলা ‘রাত্রি’ এবং ‘তরী’র চরিত্রের জন্য নাকি ভাবা হচ্ছে অনন্যা চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের নাম। উল্লেখ্য, অনন্যা এবং সোহিনী এইমুহূর্তে টলিপাড়ার অন্যতম দুই শক্তিশালী অভিনেত্রী। একসঙ্গে তাঁদের পর্দায় এখনও পর্যন্ত দেখা যায়নি। তবে সম্ভবত, এই ওটিটি সিরিজের মাধ্যমে তা হতে চলেছে। সম্প্রতি, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'সত্যি বলে সত্যি কিছু নেই' ছবিতে দেখা গিয়েছে অনন্য চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, রাজকাহিনি, ভিঞ্চিদা র মতো একাধিক ছবিতে সৃজিতের নির্দেশনায় কাজ করেছেন সোহিনী। 

 

দেবালয় ভট্টাচার্যকে সঙ্গে এই বিষয়টি নিয়ে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তিনি ফোনের কোনও উত্তর দেননি। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, তাঁর কাছে এরকম কোনও খবর-ই নেই। আজকাল ডট ইন-এর থেকে তিনি নিজেই এই কথা প্রথমবার শুনছেন। 


আপাতত একাধিক সিরিজ এবং ছবির চিত্রনাট্য নিয়ে ব্যস্ত দেবালয়। অনির্বাণ চক্রবর্তীকে ভেবে একটি ‘সাইকো থ্রিলার’ লেখার কাজ চলছে তাঁর। 
এছাড়াও পরিচালকের ঝুলিতে রয়েছে আলেয়া বাড়ি’ ছবিটি। নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা শতরূপাকে। এ ছাড়াও থাকবেন, সুহোত্র মুখোপাধ্যায়, পারিজাত চৌধুরী, স্নেহা চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় প্রমুখ।