নিজস্ব সংবাদদাতা: বড়পর্দায় একের এক এক হিট ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন জিতু। কিন্তু পরিচিতির শুরুটা ছিল ছোটপর্দার মাধ্যমে। কিছুদিন আগে স্ত্রী নবনীতা দাসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরে শিরোনামে উঠে এসেছিলেন অভিনেতা। পড়েছিলেন নেটিজেনদের বিতর্কেও। কিন্তু এইসব বিষয়কে পাত্তা দেননি তিনি। এগিয়ে গিয়েছেন নিজের কাজকে সঙ্গী করেই।
মুক্তির অপেক্ষায় তাঁর 'বাবু সোনা'। ছবিতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। চলছে ছবির প্রচারের কাজ। এর মাঝেই নতুন ধারাবাহিকে ফিরছেন অভিনেতা। 'এসভিএফ'-এর প্রযোজনায় জি বাংলার আসন্ন ধারাবাহিক 'তোমাকে ভালবেসে'-তে নায়কের চরিত্রে দেখা যাবে জিতুকে। বিপরীতে দিতিপ্রিয়া রায়। কিছুদিন আগেই ধারাবাহিকের প্রোমোর শুটিংয়ের জন্য কাশ্মীর পাড়ি দিয়েছিলেন তাঁরা।
একের পর এক নতুন শুরুর মাঝে কি জীবনেও নতুন পথে হাঁটছেন অভিনেতা? জল্পনার সূত্রপাত জিতুর সমাজমাধ্যমে ভাগ করে নেওয়া একটি ছবি ঘিরে। ওই ছবিতে দেখা যাচ্ছে জিতুর পাশে দাঁড়িয়ে একজন মহিলা। কিন্তু রহস্যময়ীর মুখ বোঝা দায়। ছবিটি ভাগ করে জিতু লেখেন, 'ধন্যবাদ মহাবিশ্ব'। কিন্তু ছবিতে তাঁর পাশে দাঁড়িয়ে কে? নেটিজেনদের অনেকের মত, এই ছবি নবনীতার। পুরনো ছবি ভাগ করে তবে কি নবনীতার সঙ্গে সব মিটমাটের ইঙ্গিত দিলেন জিতু? আবার অনেকেই মনে করছেন নতুন প্রেম এসেছে তাঁর জীবনে। যদিও এই বিষয়ে খোলসা করেননি অভিনেতা।
