বলিউডের ব্লকবাস্টার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’—যেখানে আলিয়া ভাটের দুর্দান্ত অভিনয় তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার। কিন্তু জানেন কি, এই চরিত্রে বনশালি প্রথমে ভেবেছিলেন অন্য কাউকে? হ্যাঁ, পরিচালক সঞ্জয় লীলা বনশালির প্রথম পছন্দ নাকি ছিলেন রানি মুখোপাধ্যায়!

 

 

সম্প্রতি একটি ইউটিউব শো-তে গায়ক-সঞ্চালক আদিত্য নারায়ণ নিজেই ফাঁস করলেন এই অজানা তথ্য। একসময় বনশালির সহকারী পরিচালক হিসেবে একাধিক ছবিতে কাজ করেছিলেন আদিত্য। তিনি জানান—শাপিত ছবির ব্যর্থতার পর কাজ হারিয়ে কার্যত স্পটলাইটের আড়ালে চলে গিয়েছিলেন তিনি। ঠিক সেই সময় সোনু নিগমের উৎসাহে বনশালির দলে ঢোকার সুযোগ পান তিনি।

 

আদিত্য নারায়ণ জানালেন, প্রথম সপ্তাহে বনশালি তাঁকে কোনও কাজই দেননি। ভেবেছিলেন হয়তো ছেড়ে দেবেন। কিন্তু ধীরে ধীরে তাঁকে জড়িয়ে নেন নিজের ছবি সম্পর্কিত সৃজনশীল আলোচনায়। তখনই বনশালি নাকি দুটি ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করছিলেন—‘রামলীলা’ আর ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। চিত্রনাট্য পড়ে আদিত্য বেশি পছন্দ করেছিলেন রামলীলা। আর সেই সময়েই নাকি ‘গঙ্গুবাই’-এর চরিত্রে রানি মুখোপাধ্যায়কে ভেবে রেখেছিলেন বনশালি।

 

তবে সময় বদলালো। ছবির চাকা ঘুরল বছর কয়েক পরে। অবশেষে আলিয়া ভাটের হাতে এল ‘গঙ্গু’র চরিত্রটি। আর সেটাই হয়ে উঠল তাঁর ফিল্মি কেরিরিয়ারের টার্নিং পয়েন্ট। ২০২২ সালে মুক্তির পর ছবিটি শুধু বক্স অফিসেই নয়, সমালোচকদের কাছেও দারুণ সাড়া ফেলে। আলিয়ার পারফরম্যান্স তাঁকে এনে দেয় সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার।উল্লেখ্য, ছবিটি হুসেন জাইদির বই মাফিয়া ‘কুইন্স অফ মুম্বই’ থেকে অনুপ্রাণিত। গাঙ্গুবাই—যিনি কামাথিপুরার অন্ধকার গলিঘুঁজি থেকে উঠে এসে পরিণত হয়েছিলেন প্রভাবশালী নেত্রীতে।

 

এদিকে বনশালি এখন ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ নিয়ে, যেখানে একসঙ্গে দেখা যাবে আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশলকে। অন্যদিকে আদিত্য বর্তমানে আছেন রিয়ালিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ, যার সঞ্চালক আশনীর গ্রোভার।