মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ের ক্লাসরুমে প্রবেশ করেছিলেন এক কিশোরী। আজ তিনি দক্ষিণ থেকে বলিউড, এমনকি ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় তারকা—তমন্না ভাটিয়া। বয়স এখন ৩৫, কিন্তু ইন্ডাস্ট্রিতে তিনি কাটিয়ে ফেলেছেন ২০ বছর। দীর্ঘ এই যাত্রার মাঝেই এ বার তাঁর জীবনে এল এক আবেগঘন মুহূর্ত—নিজের প্রথম অভিনয় শিক্ষক নীরজ কবির সঙ্গে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানোর সুযোগ।

 

তাঁর অভিনীত নতুন সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’–এর ট্রেলার লঞ্চে স্মৃতিচারণ করলেন তমন্না। গলা ভিজে উঠেছিল আবেগে। তিনি বললেন—
“নীরজ কবিজি আমার প্রথম অভিনয় শিক্ষক। আজ তাঁর পাশে দাঁড়িয়ে কাজ করতে পেরে মনে হচ্ছিল জীবনের পুরো ক্যানভাস চোখের সামনে ভেসে উঠছে। তখন আমি ছিলাম ১৩ বছরের একটি মেয়ে, অভিনয় শিখতে চেয়েছিলাম। নীরজ স্যার বিনা পারিশ্রমিকে আমাদের শেখাতেন। আমরা ছিলাম একঝাঁক বাচ্চা। সেই গ্রুপের ১৩ জনই আজ ফিল্ম ইন্ডাস্ট্রির অংশ। তিনি আমাদের হাতে ধরে পথ দেখিয়েছেন। আজ তাঁর সঙ্গে অভিনয় করা আমার কাছে অত্যন্ত আবেগের।”

 

মঞ্চেই প্রতিক্রিয়া জানালেন নীরজ কবি, যিনি ‘স্যাক্রেড গেমস’, ‘পাতাললোক’, ‘তলোয়ার’, ‘সীতা রমম’, ‘স্যাম বাহাদুর’–এর মতো সিরিজ ও ছবিতে শক্তিশালী অভিনয়ের ছাপ রেখেছেন। তিনি স্মৃতিচারণ করে বলেন— “ওই ওয়ার্কশপের সময় তামান্না খুব কম হাসত। সবকিছুই সে ভীষণ সিরিয়াসলি নিত। আজও সেই গুণ ওর মধ্যে আছে। প্রত্যেকটা দৃশ্যকে যেন শেষ দৃশ্য ভেবে অভিনয় করে। ওকে ১৩ বছরের সেই মেয়েটি থেকে আজকের সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখে আমার বুক আনন্দে ভরে গিয়েছে।”

সিরিজ ‘ডু ইউ ওয়ানা পার্টনার’–এ তমন্না ও ডায়ানা পেন্টিকে দেখা যাবে দু’জন হোয়াইট কলার চাকরি ছেড়ে স্টার্টআপ শুরু করতে, আর সেখান থেকেই ঘটবে একের পর এক রোমাঞ্চকর ঘটনা। এ ছাড়াও অভিনয় করছেন জাভেদ জাফরি, নকুল মেহতা, শ্বেতা তিওয়ারি, নীরজ কবি, রণবিজয় সিংহসহ একঝাঁক তারকা।

ধর্মাটিক এন্টারটেইনমেন্টের ব্যানারে, করণ জোহর, আদার পুনাওয়ালা ও অপূর্ব মেহতার প্রযোজনায় তৈরি সিরিজটি প্রাইম ভিডিওয় মুক্তি পাবে ১২ সেপ্টেম্বর।

 

অন্যদিকে, পরিচালক বিশাল ভরদ্বাজ ফের একবার তুলে আনছেন জটিল চরিত্র, গা ছমছমে গ্যাংস্টার জগৎ এবং ইমোশনাল থ্রিলারের এক অদ্ভুত মিশ্রণ। ছবির নাম ‘রোমিও’। আর এই সিনেমাতেই প্রথমবার জুটি বাঁধছেন শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি। এবার এই ছবিতে পা রাখলেন তমন্না ভাটিয়া!

 

শাহিদ-বিশাল জুটি মানেই ভক্তদের প্রত্যাশা আকাশছোঁয়া—‘কমিনে’, ‘হায়দার’ বা ‘রঙ্গুন’-এর মতো কাল্ট ছবির পর এই নতুন প্রকল্প ঘিরে বলিউডে এখন থেকেই শোরগোল।তবে সবচেয়ে বড় চমক? দীর্ঘদিন পর বলিউডের বড় পর্দায় ফিরছেন তমন্না ভাটিয়া, তাও বিশাল ভরদ্বাজের থ্রিলার দিয়ে!তমন্নার কামব্যাক হলেও এ ছবি গ্ল্যামারে মোড়া নয়, গল্পের চালচিত্রই দেবে নেতৃত্ব।  ২০১৯ সালে ‘খামোশি’ মুক্তির পর থেকে বলিউডে তেমন বড় স্ক্রিনে দেখা যায়নি তামান্নাকে। মাঝে বেশ কিছু ওটিটি প্রজেক্ট ও দক্ষিণী ছবিতে চমকপ্রদ পারফরম্যান্স দিলেও হিন্দি সিনেমায় তাঁর পূর্ণাঙ্গ প্রধান চরিত্রে ফেরার অপেক্ষায় ছিলেন দর্শকরা। ‘রোমিও’ সেই কামব্যাক গাড়ি। এই ছবিতে তামান্নার চরিত্র যে শুধুমাত্র গ্ল্যামার যুক্ত নারী নয়, তা সূত্রের খবর —এই চরিত্রে দরকার ছিল এমন কাউকে, যার মধ্যে শক্তি ও আবেগের নিখুঁত ভারসাম্য থাকবে। তামান্না প্রথম চিত্রনাট্য পড়েই সেই আত্মবিশ্বাস দেখিয়েছেন।


 

তাঁর চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে। এবং তাঁর উপস্থিতি শুধুই অভিনয় নয়, ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি। হিন্দি, তামিল, তেলুগু—সব ভাষাতেই তাঁর অগণিত ফ্যানবেস এই ছবিকে বাড়তি উত্থান দিতে পারে।