নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় চর্চিত অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম শীর্ষে থাকেই। বহুদিন আগেই বলিউডে কাজ শুরু করেছেন অভিনেত্রী। অভিনয় জীবনে পাড় করেছেন ২৪ বছর। কিন্তু এখনও চরিত্রের খাতিরে অডিশন দিতে হয় স্বস্তিকাকে! এমনটাই জানালেন অভিনেত্রী।
সম্প্রতি, সমাজ মাধ্যমে নিজের বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন স্বস্তিকা। নীল শাড়ি, খোলা চুলে স্নিগ্ধ সাজে অভিনেত্রী। কপালে লাল টিপ, হালকা মেকআপে নজরকাড়া স্বস্তিকা। কিন্তু সেজেগুজে কোথায় যাচ্ছেন? জবাবে অভিনেত্রী জানান, অন্য শহরে অডিশন দিতে। ওই পোস্টের ক্যাপশনে স্বস্তিকা লেখেন, "এখনও অডিশন দিতে যাই, এমনকী ২৪ বছর পরেও। খুব অল্প বয়সে মেকআপ কীভাবে করতে হয় তা শিখেছিলাম। ধন্যবাদ জানাই আমার মাকে, এক মিনিটে কীভাবে সুন্দর করে শাড়ি পরতে হয় তা শেখানোর জন্য।"
অভিনেত্রী আরও বলেন, "এই শহর মাটিতে পা রাখতে শেখায়। প্রত্যেক অভিনেতাকে তাঁদের ফাঁপা অহঙ্কার ছেড়ে আসতে হয় ভাল কাজ ও চরিত্রে সুযোগ পাওয়ার জন্য। সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করার পরে উজ্জ্বল তারার মতো চমকায়। আমি ২০-২১ বছর বয়সে কাজ শুরু করি। এখন ৪৪ বছর বয়সে এসেও অন্য একটি শহরে কাজ করার জন্য লড়াই করছি। অধ্যবসায় আমার প্রিয় শব্দ।"
স্বস্তিকার এই পোস্ট দেখে নেটিজেনদের অনুমান, ফের হয়ত টিনসেল টাউনে পাড়ি দিয়েছেন তিনি। নতুন কাজের প্রস্তুতি পর্বের ঘোষণা এইভাবেই করলেন অভিনেত্রী।
