নিজস্ব সংবাদদাতা: বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই এক বুক সাহসিকতা। তবে অভিনয় ছাড়াও নানান বিষয়ে জোরালো যুক্তি সহ মন্তব্যের জন্য প্রায়শই আলোচনার কেন্দ্রবিন্দু থাকেন তিনি। তাঁর ব্যক্তিত্ব সাহসী এবং আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন।  মাঝে মধ্যেই চর্চায় উঠে আসে তাঁর রূপসজ্জা। প্রায়শই শাড়িতে ধরা দেন অভিনেত্রী। এবার যেমন শাড়ির সঙ্গে সিঁথিতে স্পষ্ট সিঁদুর এবং হাতে শাঁখা-পলা পরা ছবিতে দেখা গেল তাঁকে। সেই ছবি পোস্ট করতেই এরপরেই তাঁর দিকে ধেয়ে আসে ট্রোলারদের একগুচ্ছ 'তীর। তবে পিছপা হননি এই স্পষ্টবাদী অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কটাক্ষ করলে পাল্টা জবাব দিতে কোনওদিনও পিছপা হন না স্বস্তিকা। এবারও হলেন না। এক নেটিজেনের প্রশ্নের মোক্ষম জবাব দিলেন স্বস্তিকা। 

 

নিজের জীবনের ভাল-মন্দ সবকিছুই সামাজিক মাধ্যমে ভাগ করে নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠিক তেমন এদিন কাছের মানুষকে শুভেচ্ছাবার্তা দিতে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। যেখানে খুব ঘরোয়া সাজে দেখা যায় অভিনেত্রীকে। তবে সিঁথিতে স্পষ্ট সিঁদুর এবং হাতে শাঁখা-পলা। তা বাড়িতে হঠাৎ করে কেন এই সাজে অভিনেত্রী? এক নেটিজেনের প্রশ্ন, 'সব ঠিক আছে,  কিন্তু হাতে  শাঁখা- পলা ও কপালে সিঁদুর কেন? এগুলো তো বিবাহিত মহিলারা পরে। ওনাকে আমার এমনিতে খুব ভাল লাগে...” এই প্রশ্ন দেখে চুপ থাকেননি স্বস্তিকা। অভিনেত্রীর সপাটে জবাব – “শুটিং বলে একটি কাজ আমি করে থাকি এবং আমি বিবাহিত।”

 

স্বস্তিকার এই মন্তব্য থেকেই স্পষ্ট যে নিজের বিয়ের কথা একবারও অস্বীকার করলেন না তিনি। কারণ এখনও বিবাহবিচ্ছেদ হয়নি তাঁর। আইনত তিনি একজন বিবাহিত মহিলা। সেভাবে দেখতে গেলে যখন ইচ্ছে তিনি শাঁখা-সিঁদুর পরতেই পারেন। মেয়েকে একা হাতে মানুষ করে এখন নিজের মত জীবন যাপন করেন স্বস্তিকা। নিজের জীবনকে ভাল রাখার বারবার সুযোগ দেন এই অভিনেত্রী। তাই সমাজের কথায় পাত্তা না দিয়ে যেভাবে তিনি ভাল থাকেন, ঠিক সেটাই করেন। আর এই মানসিকতার জন্যই বহু মানুষের কাছে ভালবাসার পাত্রী হয়ে উঠেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।