নিজস্ব সংবাদদাতা, মুম্বই: বরাবরই স্পষ্টবাদী অভিনেত্রী স্বরা ভাস্কর। রাজনৈতিক ইস্যু হোক কিংবা ইন্ডাস্ট্রির অন্দরের কোনও বিষয়, সোজাসাপটা কথা বলতে পিছবা হন না তিনি। এবার চলচ্চিত্র জগতের যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। 

সম্প্রতি মালয়ালম চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা নিয়ে রিপোর্ট পেশ করেছে হেমা কমিটি। সেই রিপোর্ট সামনে আসার পর দক্ষিণী সিনেমার এক অন্ধকারময় সত্যি সামনে এসেছে৷ মালয়ালম বিনোদন জগতে একের পর এক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণ-যৌন হেনস্তার অভিযোগ এনেছেন অভিনেত্রী-শিল্পীরা। কেরালা বিনোদন জগতে শুরু হয়েছে 'মিটু' আন্দোলন ৷ এই পরিস্থিতিতে মেয়েদের সম্মান ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। গোটা দেশের বিনোদন জগতের  ‘পুরুষতন্ত্র’-এর আধিপত্য নিয়ে আওয়াজ তোলেন স্বরা। সমাজমাধ্যমে এই নিয়ে দীর্ঘ পোস্ট লেখেন তিনি।

বিনোদন দুনিয়ার যৌন হেনস্থা ও হিংসার ঘটনা প্রকাশ্যে আনার জন্য ‘উইমেন ইন সিনেমা কালেকটিভ’-কে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বরা। একইসঙ্গে সেই সকল অভিনেত্রীদের কুর্নিশ জানিয়েছেন যাঁরা সাহস করে তাঁদের সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন। শুধু তাই নয়, বিনোদন ইন্ডাষ্ট্রিতে মহিলাদের কীরকম পরিবেশে কাজ করতে হয়, তা নিয়েও প্রতিবাদে সরব হয়েছেন স্বরা।

তিনি বলেন, "আমি হেমা কমিটির রিপোর্ট পড়েছি ৷ সাহসী সেই সকল মেয়েদের কুর্নিশ। তোমরা আসল হিরো ৷ ক্ষমতার অপব্যবহারের ভয় না পেয়ে তোমরা মুখ খুলেছো। এর জন্য তোমাদের কাছে মাথা নোয়াতেই হয় ৷ সত্যিই এই রিপোর্ট পড়ার পর মন ভেঙে গিয়েছে ৷ আরও বেশি খারাপ লাগছে কারণ এই ধরনের ঘটনার সঙ্গে আমিও পরিচিত ৷ বিনোদন জগৎ বরাবরই পুরুষতান্ত্রিক ইন্ডাষ্ট্রি। প্রতি দিন তার মধ্যেই মেয়েদের কাজ করতে হয়৷ বলা ভালো পুরুষের একনায়কত্বই এখানে সব। তাই একজন অভিনেতা সফল হলেই নিজেকে ভগবান মনে করতে শুরু করেন।"
ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যেও কি একই ধরনের সমস্যা রয়েছে? এই নিয়েও প্রশ্ন তোলেন স্বরা। তিনি জানান, ক্ষমতার অপব্যবহারের মোকাবিলা করে সকলকেই সত্যের মুখোমুখি হওয়া উচিত ৷