নিজস্ব সংবাদদাতা: গৌরব চট্টোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা অভিনেত্রী রোশনী ভট্টাচার্য! তবে বাস্তবে নয় পুরো ঘটনাটাই ঘটছে পর্দায়। স্টার জলসার 'তেঁতুলপাতা' ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরছেন রোশনি ভট্টাচার্য। 

 

 

 

 

ঋষি ও ঝিল্লির মাঝে এবার হাজির হবে 'ঝোরা'। এই চরিত্রেই অভিনয় করতে চলেছেন রোশনি। গৌরবের প্রাক্তন প্রেমিকার চরিত্রে দেখা যাবে তাঁকে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই হয়ে গিয়েছে নতুন প্রোমোর শুটিং। অনেক দিন পর আবার ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী। ধারাবাহিক থেকে কিছু দিনের বিরতি নিয়ে বড়পর্দা এবং ওয়েব সিরিজে একাধিক কাজ করেছেন তিনি। 

 

 

 

সূত্রের খবর, ঝোরা চরিত্রটি নেতিবাচক। গল্পে ঋষি ও ঝিল্লির জীবনে তৃতীয় ব্যক্তি হয়ে উঠবে সে। এদিকে, ধারাবাহিকে নানা সমস্যা পেরিয়ে কিছুটা কাছাকাছি আসছে ঝিল্লি এবং ঋষি। মাঝেমধ্যেই রোমান্টিক মুহূর্তে দেখা যাচ্ছে তাদের। তবে খুব বেশিদিন তা আর দেখা যাবে না। কারণ তাদের মাঝে হাজির হচ্ছে ঝোরা। শুটিং শুরু হবে খুব শীঘ্রই।

 

 

 

প্রসঙ্গত, 'করুণাময়ী রানী রাসমণি' ধারাবাহিকের পর বহুদিন বাদে একসঙ্গে কাজ করছেন গৌরব এবং রোশনি। তবে এই ধারাবাহিকের সম্পূর্ণ আলাদা রূপে। ঝোরা এসে ঠিক কতটা বিপদে ফেলতে চলেছে ঝিল্লিকে! ঋষির জীবনে কতটা প্রভাব ফেলবে সে? সেটাই এখন দেখার।