নিজস্ব সংবাদদাতা: টলিপাড়ায় সম্পর্কের ভাঙা-গড়ার খেলা চলতেই থাকে। কোথাও নতুন প্রেম শুরুর গুঞ্জন, কোথাও আবার দাম্পত্য ভাঙার খবর। ঘর ভাঙছে ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের। স্বামী, পরিচালক অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন তিনি। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল।

 

 

সমাজমাধ্যমে রিয়া নিজেই এই খবরে সিলমোহর দিয়েছিলেন। জানিয়েছিলেন এখন থেকে দুই সন্তানকে নিয়ে একাই থাকবেন অভিনেত্রী। অনেকদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল তাঁদের। দুই ছেলেমেয়ের জন্য এক ছাদের নিচে থাকছিলেন তাঁরা। কিন্তু রিয়ার কথায়, 'অসুস্থ দাম্পত্য' থেকে বেরিয়ে আসতে চান তিনি। আগেই জানিয়েছিলেন তাঁর উপর প্রায় প্রতিদিন চলত মানসিক নির্যাতন। 

 


যদিও এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন রিয়া। এবার সমাজমাধ্যমে করলেন‌ বিস্ফোরক পোস্ট। লিখলেন, "নোংরা মানুষদের সবটাই নোংরা হয়। শেষ পাঁচ মাসে এটা আরও বেশি করে অনুভব করছি। প্রমাণস্বরূপ একটা ভিডিও এপ্রিলের শেষে পোস্ট করব।"

 

 

রিয়া আরও লেখেন, "অনেক সহ্য করেছি, শুধুমাত্র বাচ্চাদের মুখ চেয়ে কোনও কোর্ট কেস করতে চাই না। কারণ, একটা সময় আমার জীবনের অংশ ছিল সে। আমার সন্তানদের বাবা যে, সে কোনওদিন আমার শত্রু হতে পারে না। শুধু পরিস্থিতি আমার বিরুদ্ধে চলে গিয়েছে। একজন 'বাজারি মহিলা'র পরিচালনায় তার এই দশা। কিন্তু আর না, এই সমস্ত মানুষের মুখোশ টেনে খুলে পরিস্থিতির যবনিকা পতন ঘটাব খুব তাড়াতাড়ি।"

 


রিয়া-অরিন্দমের দাম্পত্যে যে তৃতীয় ব্যক্তি এসে জুটেছে তা এবার স্পষ্ট করলেন অভিনেত্রী। কিন্তু কার দিকে আঙুল তুলে এই মন্তব্য করলেন রিয়া? তা এখনও খোলসা নয়।