নিজস্ব সংবাদদাতা: দর্শকের বিনোদনের খোরাক হয়ে আসছে একের পর এক সিরিজ। টলিউডের প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্ম 'হইচই'-এ আসছে এক নতুন চমক। সেই চমকে থাকছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। 

 

'শ্রীমতি ভয়ঙ্করী'র পর আরও একবার 'হইচই'-এর সঙ্গে কাজ করছেন ঋতাভরী। সিরিজের নাম 'বিধি বাম'। গল্পের পরতে পরতে থাকবে রহস্যের জাল। সিরিজে এক বিধবা নারীর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রীকে। 

 

সমাজের চিরাচরিত রীতি ভাঙার গল্প আগেও বলেছেন ঋতাভরী। তাঁর‌ কাজের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সমাজ বদলানোর বার্তা। এই সিরিজেও কি তেমন কিছু তুলে আনবেন অভিনেত্রী? তা যদিও এখনও জানা যায়নি। ঋতাভরীর সঙ্গে কে থাকছেন তা এখনও খোলসা করতে নারাজ নির্মাতারা। 

 

ইতিমধ্যেই শুরু হয়েছে 'বিধি বাম'-এর শুটিং।‌ প্রেম দিবসের দিনও ছিল শুটিং।‌ আর সেদিনই ঘটে বিপত্তি। এদিন সকালেও শুটিং যাওয়ারই তোড়জোড় করছিলেন তিনি। সেই সময়  সিঁড়ি থেকে নামতে গিয়ে অসাবধানতাবশত পড়ে যান। নায়িকার সহকারী জানিয়েছিলেন, আপাতত বিশ্রামে রয়েছেন তিনি। সুস্থ হলেই শুটিং ফ্লোরে ফিরবেন।