সংবাদ সংস্থা মুম্বই: গত ১২ জুন সকালে ভয়াবহ দুর্ঘটনায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান এআই ১৭১ (AI171) । আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মেঘানীনগরের জনবহুল আবাসনের উপর ভেঙে পড়ে। নিহত ২৪১। তাঁদের মধ্যে ভারতীয়, ব্রিটিশ, পর্তুগিজ ও কানাডার নাগরিকরাও ছিলেন। এখনও চলছে উদ্ধারকাজ, তদন্ত করছে বিমান পরিবহন মন্ত্রক।

এই মর্মান্তিক দুর্ঘটনার ঠিক পরেই, ১৬ জুন, অভিনেত্রী রবিনা ট্যান্ডন এক আবেগঘন বার্তা দিলেন সোশ্যাল মিডিয়ায়। বিমানযাত্রার কিছু অভ্যন্তরীণ ছবি শেয়ার করে তিনি লিখলেন ভাঙা মন, আবার নতুন করে শুরু করার কথা, আর হার না মানা মানসিকতার জয়গান।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Raveena Tandon (@officialraveenatandon)
রবিনার পোস্টে লেখা ছিল: “মর্যাদাপূর্ণ অথচ স্তব্ধ এক বিমানযাত্রা। এয়ার ইন্ডিয়ার ক্রু সদস্যদের মুখে স্বাগত জানানো হাসি, তাতে যেন মিশে ছিল বিষণ্নতা। যাত্রীরা কথা বলেননি, কিন্তু যেন নিঃশব্দে একে অপরের প্রতি সমবেদনা জানাচ্ছিলেন, আর এক ধরনের মৃদু সাহস ছড়িয়ে ছিল বাতাসে।” “এ এক ক্ষত, যা কখনও সারবে না। যাঁরা হারালেন প্রিয়জনকে, তাঁদের জন্য প্রার্থনা। গডস্পিড অলওয়েজ @এয়ারইন্ডিয়া। সাহসের সঙ্গে ঘুরে দাঁড়াও।”
এই বার্তা যেন গোটা দেশের হয়ে কথা বলেছে। অচেনা আকাশে এখনও ধোঁয়া, কিন্তু আছে এক চেনা সংকল্পও—আবার ভাঙা ডানা মেলে ওড়ার।রবিনার কণ্ঠে যেন উঠে এল ভারতবাসীর ভেতরের সেই কথাটি— ‘ভয় নয়, ঘুরে দাঁড়াও।’