সংবাদসংস্থা মুম্বই: সময় রায়নার অ্যাডাল্ট কমেডি শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাবা-মায়েদের যৌনতা নিয়ে বেফাঁস মন্তব্যে তোলপাড়া সমাজমাধ্যম থেকে রাজনৈতিক মহল। এরপরেই রণবীর ও সময়-সহ এই শো-এর অন্যান্য বিচারকদের নামে পুলিশি অভিযোগ অভিযোগ দায়ের করা হয়। শো-এর বিরুদ্ধে পরপর মামলা দায়ের করা হয়েছে। নালিশ দায়ের করা হয়েছে মহারাষ্ট্র মহিলা কমিশনেও। অবশ্য এরপর সমাজমাধ্যমে করজোড়ে ক্ষমা চেয়েছেন রণবীর। ইউটিউবে তাঁর চ্যানেলে আপলোড হওয়া ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট শোয়ের সমস্ত ভিডিয়ো মুছে দিয়েছেন সময় রায়না। এক্স হ্যান্ডলে একথা স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও তাতে সমাজমাধ্যমে তাঁদের প্রতি ধেয়ে আসা নিন্দার রব কমেনি।
রাজ্যে রাজ্যে একের পর এক এফাইআর হয়েছে তাঁর বিরুদ্ধে । ক্ষমা চেয়েও রেহাই পাননি রণবীর। অবশেষে অভিযোগের পাহাড় থেকে মুক্তি পেতে সুপ্রিম কোর্টের শরণাপন্ন হন রণবীর। সেখানে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। তিনি বলেন, এই ধরনের আচরণের নিন্দা করা উচিত।
সময় রায়নার এই শোয়ের আরেক বিচারক হলেন বলিউডের 'ড্রামা কুইন' রাখি সাওয়ান্ত। তবে তিনি মাত্র কয়েকদিন শোয়ে বিচারক পদে ছিলেন। কিন্তু 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর চলমান বিতর্ক নিয়ে তিনিও রক্ষা পাননি। এবার ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে আশীষ চঞ্চলানি, রাখি সাওয়ান্তকেও তলব করল মামলায় মহারাষ্ট্র সাইবার সেল। শোয়ের বিতর্কিত পর্বের অংশ হওয়ার কারণে তাঁদের বক্তব্য রেকর্ড করতে বলা হয়েছে। মহারাষ্ট্র সাইবার সেলের আইজি যশস্বী যাদব মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাখিকে সমন পাঠানো হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। এখনও পর্যন্ত এই ঘটনায় মুখ খোলেননি রাখি বা তাঁর আইনজীবী।
