সংবাদ সংস্থা মুম্বই: নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক নাকি প্রীতি জিন্টার ১৮ কোটি টাকার ঋণ মকুব করেছেন। এবং এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি! ‘কংগ্রেস কেরালা’ নামে এক এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে এমন বিস্ফোরক দাবি করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি নিজের সমাজমাধ্যমের পাতা নিয়ন্ত্রণ করার ভার বিজেপির হাতে তুলে দিয়েছেন আর তার জন্যেই নাকি এই বিপুল পরিমাণ টাকা পেয়েছেন প্রীতি! 

 

কংগ্রেস কেরালা সোমবার এক্স - এ লেখে, “প্রীতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি বিজেপিকে হস্তান্তরিত করেছেন। পরিবর্তে বিজেপি প্রীতির ১৮ কোটির ঋণ মুকুব করে দিয়েছে। আর গত সপ্তাহে সেই ব্যাঙ্কটিই দেউলিয়া হয়ে গিয়েছে। আমানতকারীরা তাঁদের টাকা ফের পেতে রাস্তায় নেমেছেন।” মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেল থেকে পাল্টা জবাব দিয়েছেন প্রীতি। এই খবরকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে দাবি করেছেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি নিজেই নিজের উপার্জনের টাকায় লোন পরিশোধ করেছেন।

 

শুরুতেই প্রীতি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি নিজেই নিজের সমাজমাধ্যমের সমস্ত অ্যাকাউন্ট সামলান। পাশাপাশি চাঁচাছোলা ভাষায় আরও লেখেন, “এই ভুয়ো খবর রটানোর জন্য লজ্জা হওয়া উচিত। আমি হতবাক যে একটা রাজনৈতিক দল বা তাঁদের প্রতিনিধি এ ধরনের ভুয়ো খবর প্রচার করছে। আর আমার নাম ও ছবি ব্যবহার করে জঘন্য গসিপ এবং ক্লিকবেটের খেলা চলছে। এবার সকলকে জানাই যে, একটা ঋণ আমি নিয়েছিলাম, সেটা শোধও আমি করেছি, তবে সেটা ১০ বছর আগের ঘটনা। আশা করি, এবার বিষয়টা পরিষ্কার হবে এবং ভবিষ্যতে যেন আর কোনও ভুল বোঝাবুঝি না হয়।”