নিজস্ব সংবাদদাতা: নারীকেন্দ্রিক গল্পে আরও একবার দর্শকের নজর কাড়তে আসছেন অভিনেত্রী পাওলি দাম। সৌভিক কুন্ডু পরিচালিত সিরিজ 'কাবেরী'র আসছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ। এই সিরিজের মাধ্যমেই ওটিটিতে হাতেখড়ি হতে চলেছে পরিচালকের। 


এই গল্পে গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলার চরিত্রে অভিনয় করছেন পাওলি। পেশায় সে শিক্ষিকা। মূলত শিক্ষিকা এবং ছাত্রীর সম্পর্কের প্রেক্ষাপটে গল্প। কিন্তু আপাত ভীরু স্বভাবের পাওলি অভিনীত চরিত্রটি এক সময়ে পরিস্থিতির চাপে কী ভাবে ঘুরে দাঁড়ায়, তা নিয়েই সিরিজের গল্প এগোবে। পাওলি ছাড়াও অভিনয় করছেন এক ঝাঁক তারকা। পাওলির ছাত্রীর ভূমিকায় রয়েছেন বিয়াস ধর। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌরভ চক্রবর্তী, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, শিঞ্জীনি চক্রবর্তী প্রমুখ। পাওলির স্বামীর চরিত্রে দেখা যাবে সৌরভকে। এই প্রথমবার দর্শক জুটি হিসাবে দেখবেন পাওলি-সৌরভকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ছোটপর্দার পরিচিত মুখ তিতিক্ষা দাস। 


এই সিরিজ নিয়ে পাওলি বলেন, "চারপাশের সত্যি ঘটনা ফুটে উঠেছে এই গল্পে। একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প বলছে 'কাবেরী।' এই চরিত্রের সঙ্গে অনেকেই নিজের মিল খুঁজে পাবেন। এক কথায়, 'কাবেরী' নারীদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবে বলে আশা করছি। আমার কাছে এটা শুধু একটা 'চরিত্র' নয়, মনের গভীরে জায়গা করে নিয়েছে 'কাবেরী'।


প্রসঙ্গত, এর আগে সিরিজের নাম ছিল 'গুটিপোকা'। পরবর্তীকালে মুখ্য চরিত্রের নামকেই কেন্দ্র করে নির্মাতারা ঠিক করেছেন এই সিরিজের নতুন নাম। হইচই-এর পর্দায় খুব তাড়াতাড়ি মুক্তি পেতে চলেছে নারীদের এক অন্য উপাখ্যান 'কাবেরী'।