ছোটপর্দা থেকে বড়পর্দায় একাধিক কাজ করেছেন মৌমিতা চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুত অভিনীত 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও করেছেন কাজ। চলতি বছরই মা হওয়ার সুখবর সমাজমাধ্যমে ভাগ করেছিলেন মৌমিতা। এবার একেবারে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি। নাম না করেই সহ-অভিনেত্রীকে নিয়ে চরম কটাক্ষ করে বসলেন। তবে কটাক্ষের থেকে অনেক বেশি, তাঁর মন্তব্যে কিছু গোপন সত্যি ফাঁস করলেন মৌমিতা।
মৌমিতার পোস্ট দেখে নেটিজেনদের মনে হয়েছে তিনি হয়তো অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। মৌমিতা লেখেন, '২০১৮ সাল। কনক কাঁকন সিরিয়ালের সেট। প্রায় ২০০ জনের সামনে সেই সিরিয়ালের মিষ্টি মুখের দুই নায়িকার মধ্যে এক নায়িকা অভিনেত্রী আমাকে প্রকাশ্যে অপমান করলেন। আমি নাকি ক্যামেরার সামনে দাঁড়াতে পারি না, আমার নাকি কথার জড়তা ভাঙেনি। আমি নাকি ভীষণ কুৎসিত ও অসুস্থ,তাও আমি কী করে অভিনয়ের সুযোগ পাই!'

তিনি আরও লেখেন, 'সেই মুহূর্তে একমাত্র দীপঙ্কর দে আমার পাশে দাঁড়ালেন। প্রতিবাদ করলেন। বুঝলাম যে জাত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মহৎ মানুষও। কিন্তু অপমান থামেনি। ফ্লোর থেকে বেরোতেই প্রোডিউসারের কাছে ফোনে আরও তীব্র আঘাত পেলাম। তাঁর বক্তব্য সেই নায়িকা বহুবছর ধরে নাকি ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আমার থেকে বয়সে, অভিজ্ঞতায় অনেক সিনিয়র, আমার ক্ষমা চাওয়া উচিত। আমি বাকরুদ্ধ! এতটাই ভেঙে পড়েছিলাম যে জ্ঞান হারালাম। পরে ক্রিউ মেম্বারদের থেকেই জানতে পারলাম যে সেই অভিনেত্রীই নাকি সেই সিরিয়ালে কারা কারা কাজ করবেন তা ঠিক করেন, আর অসংখ্য মানুষকে একইভাবে ভেঙে দিয়েছেন। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম - খেতে না পেলেও, মরে গেলেও , সম্মান বিসর্জন দিয়ে ইন্ডাস্ট্রি তে বাঁচব না।'
আরও পড়ুন: প্রেম-নস্ট্যালজিয়া না শহুরে বিচ্ছেদ? মৈনাক ভৌমিকের 'মেড ইন কলকাতা' কোন গল্প বলবে?
মৌমিতা লেখেন, 'আজ আমার নতুন করে পাওয়ারও কিছু নেই আর হারাবার কিছু নেই। তাই সত্যিটা বলছি। আজ যাকে দর্শক অন্ধ ভালবাসা দেন, তাঁর মুখোশ যদি খুলে যায়, আমি নিশ্চিত যে একজনও আর সেই মানুষটির প্রতি শ্রদ্ধা বা ভালবাসা দেখাবেন না।'
আরও পড়ুন: কীভাবে কমলিনীর 'চিরসখা' হয়ে উঠল স্বতন্ত্র? কবে থেকে শুরু হয়েছিল দু'জনের না বলা প্রেম?
শ্বেতার বিরুদ্ধে সম্প্রতি নানা নেতিবাচক মন্তব্য করছেন টলিপাড়ার একাধিক অভিনেত্রী। তাঁর ছোট পোশাক পরা নিয়ে যে মন্তব্য ছিল, তা ঘিরে সোচ্চার হয়েছেন অভিনেত্রীরা। এর মাঝেই মৌমিতার এই বিস্ফোরক মন্তব্য যেন কটাক্ষের আগুন আরও বাড়িয়ে দিল। তবে নায়িকাদের ছোট পোশাক পরা নিয়ে যে মন্তব্য ছিল শ্বেতার। তা নিয়ে পাল্টা যুক্তি দিয়েছেন অভিনেত্রী। কিন্তু মৌমিতার এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে এখনও পর্যন্ত কোনও কথা বলেননি শ্বেতা।
