অভিনয় থেকে বেশ অনেকদিন বিরতি নিয়েছিলেন মধুবনী গোস্বামী। ছেলে কেশভকে সময় দেওয়ার সঙ্গেই চালিয়ে যাচ্ছিলেন বিউটি পার্লার ও ভ্লগিংয়ের কাজ। পর্দায় কাজ না করলেও সাম্প্রতিককালে বিভিন্নভাবে চর্চায় উঠে এসেছেন তিনি। কখনও নিজের লুক, কখনও বা বেঁফাস মন্তব্যের জেরে একাধিকবার কটাক্ষের মুখে পড়েছেন মধুবনী। সম্প্রতি তাঁর চাকুরীজীবী মায়েদের নিয়ে মন্তব্য ঘিরে নেটপাড়ায় বিস্তর আলোচনা হয়েছে। আর এরই মাঝে ফের অভিনয়ে ফিরলেন মধুবনী। 'চিরসখা' ধারাবাহিকের মাধ্যমে বহুদিন বাদে আবার লাইট ক্যামেরা অ্যাকশনে অভিনেত্রী। নিজেই সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই ছবি।
এদিকে নতুন কাজের কথা জানাতেই ফের কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। সন্তানকে ছেড়ে কেন কাজ শুরু করেছেন তিনি, কেনই বা তাঁর হাতে নেই স্বামীর কল্যাণের জন্য শাখা পলা? এই ধরনের নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে মধুবনীকে। তবে শুধু কটাক্ষই নয়, প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে দারুন খুশি বহু অনুরাগীরাই।
আরও পড়ুনঃ অহনার কোল আলো করে আসছে কন্যা সন্তান? সমাজমাধ্যমে কোন ইঙ্গিত দিলেন অভিনেত্রী?
কয়েকদিন ধরে মধুবনী গোস্বামীর নানা মন্তব্যকে কেন্দ্র করে তোলপাড় হয়েছে সমাজমাধ্যম। একবার মধুবনী বলেন, "সন্তানকে ভালভাবে মানুষ করার জন্য কেরিয়ারকে বিসর্জন দেওয়ার মতো মায়েদের মন থাকতে হয়।" অভিনেত্রীর ওই বক্তব্যে আপত্তি জানান বহু মহিলা। আসলে বর্তমানে বেশিরভাগ মায়েরাই সংসার সামলে চাকরি করেন। বর্তমান আর্থিক দিকে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই মা ও বাবার চাকরি করা প্রয়োজন। সবচেয়ে বড় কথা, একজন মহিলার স্বনির্ভর হওয়াও জরুরি। আর এই পরিস্থিতিতে মধুবনী গোস্বামীর মন্তব্য ঘিরে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। 'যে মায়েরা চাকরি করেন তাঁরা কি সন্তানের খেয়াল রাখেন না? নাকি সন্তানকে ভালবাসেন না?' এই প্রশ্ন তুলছেন অনেকেই। তাঁদের মতে, যে মায়েরা কাজ ছেড়ে দিয়ে সন্তানকে মানুষ করার সিদ্ধান্ত নেন, তাঁদের ভাবনাকে যেমন শ্রদ্ধা জানানো উচিত, তেমনই সন্তানকে বড় করার পাশাপাশি যারা কাজও করেন সেই মায়েদেরও একইভাবে সম্মান প্রাপ্য।
একাধিক বেফাঁস মন্তব্যের পর নানা কটাক্ষের মুখে পড়েন মধুবনী। অনেকেই বলেন, আসলে অভিনয়ে তেমন সুযোগ পাচ্ছে না বলে এই মন্তব্য করেছেন মধুবনী। যদিও সেই কটাক্ষের জবাবও দিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে সন্তান, বিউটি পার্লার ভ্লগিং সব সামলে নিজের অভিনয় জগতে ফিরলেন মধুবনী। স্টার জলসার 'চিরসখা' ধারাবাহিকে একজন উকিলের চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে।

যদিও মধুবনীর অভিনয় দক্ষতা নিয়ে কখনও কোনও প্রশ্ন তোলেনি দর্শক। তিনি যে একজন সুঅভিনেত্রী তা নিজের কাজের মাধ্যমে একাধিকবার প্রমাণ করেছেন। বরং মধুবনীর অভিনয়ে ফেরা নিয়ে বরাবর খুশী হয়েছেন অনুরাগীরা। তবে প্রথমবার নতুন চরিত্র শুরুতেই কটাক্ষ পিছু ছাড়েনি তাঁর। যখন তিনি নিজেই আবার অভিনয় ফিরলেন তাহলে সন্তানের ভালর জন্য নিজের উজ্জ্বল কেরিয়ার ছেড়ে বেরিয়ে আসার মন্তব্য সেই সময় কেন করেছিলেন তিনি, সেই প্রশ্ন করেছেন অনেকেই। আবার কারওর কথায়, চরিত্রের খাতিরে হলেও এখন কেন অভিনেত্রীর হাতে শাখা পলা দেখা যাচ্ছে না? যদিও এই প্রশ্নের কোনও উত্তর দেননি অভিনেত্রী।
আসলে বহু মানুষ এটাই বোঝাতে চেয়েছিলেন যে সন্তান সামলেও নিজের কাজ করা যায়, ঠিক যেমন এখন বাড়িতে একরত্তি ছেলেকে রেখে আবার অভিনয় শুরু করলেন মধুবনী, নিশ্চয়ই অভিনয় ব্যস্ততার মধ্যেও তিনি এসব কর্তব্য পালন করবেন। যেমন বহু মায়েরাই করেন।
