সংবাদসংস্থা মুম্বই: বলিউডের পরিচিত মুখ ফতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসাবে অভিনয় জীবন শুরু করলেও বর্তমানে বড়পর্দা থেকে ওটিটির জগতে পেয়েছেন দারুণ সাফল্য। আমির খানের 'দঙ্গল' ছবিতে 'গীতা ফোগত'- এর চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে পেয়েছিলেন ব্যাপক ভালবাসা।
সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান কীভাবে কেরিয়ারের শুরুতে বিপাকে পড়তে হয়েছিল তাঁকে। সানার কথায়, "কিছু কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে পরিচয় হয়েছিল যারা অত্যন্ত সুবিধাবাদী ছিলেন। তাঁরা নতুনদের বাধ্য করতেন তাঁদের পারিশ্রমিকের পনেরো শতাংশ দিয়ে দিতে। তারপরেই নাকি কাজ পাবেন নতুনরা। যদিও বলিউডের সমস্ত কাস্টিং ডিরেক্টর একেবারেই এরকম নন।"
সানা আরও বলেন, "দক্ষিণী ছবিতে কাজ করার চেষ্টা করতে আরও খারাপ পরিস্থিতির শিকার হয়েছিলাম। একজন কাস্টিং ডিরেক্টর আমাকে ডেকে ছবিতে কাজ দেওয়ার জন্য নামে কুপ্রস্তাব দিয়েছিলেন। বলেছিলেন, অভিনয়ের জন্য আমি কি সবকিছু করতে রাজি? জবাবে বলেছিলাম, 'কঠোর পরিশ্রম ছাড়া অন্যকিছু করতে রাজি নই।' পরে যদিও সেই কাজটি করিনি। অনেকে ভাবেন ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করা খুব সহজ। কিন্তু এর পিছনে লড়াইটা অনেকের চোখে পড়ে না।"
