ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পথ চলা শুরু হলেও বর্তমানে ছবি ও সিরিজে নজর কাড়ছেন অভিনেত্রী। পাড়ি দিয়েছিলেন বলিউডেও। হিন্দি ধারাবাহিকেও নাম করেছেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের। বহুদিন ধরেই টলিউডের ছোটপর্দায় দেখা মেলে না তাঁর। তাঁকে ছোটপর্দায় দেখার আবদার বহুবার করেছেন অভিনেত্রীর অনুরাগীরা। তবে এবার অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় ফিরছেন দেবচন্দ্রিমা।
আর কিছুদিনের মধ্যেই স্টার জলসার পর্দায় দেখা মিলবে তাঁর। না, নতুন কোনও ধারাবাহিকে নয়। দেবচন্দ্রিমাকে দেখা যেতে চলেছে স্টার জলসার 'মহালয়া'তে। এ বছর 'মহালয়া'য় দেবীর রূপ 'মহালক্ষ্মী' হিসেবে থাকছেন তিনি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই প্রোমো।
বরাবরই আধ্যাত্মিক হিসেবে পরিচিত দেবচন্দ্রিমা। চলতি বছর দেবীর বেশে সামনে আসবেন তিনি। কেমন লাগছে? আজকাল ডট ইন-এর প্রশ্নে অভিনেত্রী বলেন, "দেবী মহালক্ষ্মী যেমন ভক্তের জীবনে অভাবের অবস্থান হতে দেন না, তেমনই দুষ্টের দমনে হাতে অস্ত্র তুলে নেন। দেবীর বীরাঙ্গনা রূপ আমার কাছে খুব প্রিয়। বহু বছর আগে 'সাহেবের চিঠি' ধারাবাহিক করার সময় একবার মহালয়ায় পার্বতী সেজেছিলাম। আর এবার তো মহালয়ার শুটিংয়ের মাধ্যমেই যেন আমার পুজো শুরু হয়ে গেল।"

বহু বছর পর তাহলে বাংলা টেলিভিশনেও ফেরা বলা যায়? দেবচন্দ্রিমার কথায়, "অবশ্যই। মহালয়ার মাধ্যমে অনেক বছর পর টলিউডের ছোটপর্দায় কাজ করলাম। আসলে ধারাবাহিকের কাজের জন্য যে কমিটমেন্টটা থাকে, সেটার জন্য এখনও আমি প্রস্তুত নই। তাই আপাতত ছোটপর্দা থেকে দূরেই আছি।"
আগের বছর মুম্বইয়ে ছিলেন, এ বছর কি কলকাতার পুজোয় থাকবেন? অভিনেত্রী বলেন, "খুব ইচ্ছে আছে। কাজও আছে যদিও। তবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ মিটিয়ে কলকাতায় পুজোটা কাটানোর চেষ্টা করব। বাঙালিদের কাছে তো এই একটাই খুশির উৎসব। জন্মদিনের থেকেও বেশি আনন্দ হয় দুর্গাপুজোয়।"
আরও পড়ুন: রোম্যান্টিক নায়িকা থেকে যোদ্ধা! ‘রঘু ডাকাত’-এ চমক ইধিকার! টলিউডের ‘লাকি চার্ম’? কী বলছেন ‘কিশোরী’
প্রসঙ্গত, প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। সূত্রের খবর, এবার স্টার জলসার মহালয়ায় দেবী মহামায়া রূপে হাজির হবেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বেশ কিছু বছর ধরেই স্টার জলসার মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোয়েলকেই দেবী দুর্গা হিসাবে দেখা যাচ্ছে। ২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল।
ইতিমধ্যেই সামনে এসেছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় স্টার জলসার মহালয়ার প্রথম ঝলক। 'মাতৃরূপেণ সংস্থিতা' নামে আসছে এবারের মহালয়া। চলতি বছর দেবীর আগমন হবে গজে। অর্থাৎ হাতির পিঠে চেপে মর্ত্যে আসবেন উমা। সেই জন্য জলসার মহালয়ার প্রথম ঝলকে ফুটে উঠল শস্য-শ্যামলা প্রকৃতির মাঝে দেবীর আগমনের ছবি। এবারের মহালয়ায় 'মহাদেব' রূপে থাকছেন সকলের প্রিয় 'পরশুরাম' অর্থাৎ অভিনেতা ইন্দ্রজিৎ বসু।
