নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'দুই শালিক' ধারাবাহিকের পর আবার নতুন চরিত্রে ফিরলেন অভিনেত্রী চাঁদনী সাহা। তবে এবার বড় চমক নিয়ে ফিরছেন তিনি। এত বছর পর আবার ছোটপর্দায় 'মনসা' রূপে দর্শক দেখতে পাবেন চাঁদনী সাহাকে। কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী?
ধারাবাহিকে 'মনসা'র অভিনয় করে একসময় দর্শকের মন জয় করেছিলেন চাঁদনী। চাঁদনীর কেরিয়ারে সেই ধারাবাহিক খুবই গুরুত্বপূর্ণ। এত বছর পর আবার এই চরিত্রে অভিনয় করতে চলেছেন চাঁদনী। একথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে মনসার মুকুটের একটি ছবি পোস্ট করে চাঁদনী লেখেন, 'নতুন কিছু আসছে।'
আজকাল ডট ইন-কে চাঁদন জানান, সান বাংলার ভিডিও বৌমা ধারাবাহিকে একটি নতুন ট্র্যাকে এই চরিত্রে অভিনয় করছেন তিনি। যদিও সেটি খুব অল্প দৈর্ঘ্যের চরিত্র। তবে 'মনসা'র চরিত্রটি তাঁর খুব কাছের। সেই কারণেই প্রস্তাবে রাজি হওয়া।অর্থাৎ, সান বাংলার 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দর্শক দেখতে চলেছেন চাঁদনী সাহাকে।
'দুই শালিক' ধারাবাহিকে সম্পূর্ণ নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এর আগেও একাধিকবার নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে এই ধরনের পৌরাণিক চরিত্রে অভিনয় করতে বেশ পছন্দ করেন তিনি। এই মুহূর্তে 'ভিডিও বৌমা' ধারাবাহিকে দেখানো হচ্ছে, আকাশ এবং মাটি অষ্টমঙ্গলা এবং জামাই ষষ্ঠীর জন্য মাটির গ্রামে গিয়েছে। সেখানে আয়োজন করা হয়েছে 'বাবা নোয়াজানের পুজো'। গ্রামের এই পুজোকে কেন্দ্র করেই নতুন সমস্যার মুখোমুখি হতে চলেছে আকাশ ও মাটি।
তবে মাটি যে কোন সমস্যাতেই নিজের মাথা নত করতে নারাজ। ঠিক কীভাবে আকাশ ও মাটির জীবনে দেবী মনসার আবির্ভাব হয় তা দেখার অপেক্ষায় দর্শক। ইতিমধ্যেই চাঁদনী শুরু করে দিয়েছেন শুটিং। আর কিছূদিনের মধ্যেই তাঁকে দেখা যাবে পর্দায়।
