বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন ভাবনার প্রভাব বিস্তার চোখে পড়ছে। গল্পের ধরন হোক কিংবা ছবি তৈরির মাধ্যম, বদল নজরে এসেছে সব ক্ষেত্রেই। তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। এবার সেই তালিকায় সংযোজন হচ্ছে ত্রিকোন প্রেম ও প্রতিশোধের নতুন গল্প।
সায়নদীপ চৌধুরীর পরিচালনায় আসছে নতুন ছবি 'তোমাকে বুঝি না প্রিয়'। যেখানে প্রধান চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ ও সুহোত্র মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বর মাসে আজকাল ইন ডট-এ সেই খবর প্রকাশিত হয়েছিল। এবার জানা যাচ্ছে, নতুন ওই ছবির জন্য দুই অভিনেতা বর্তমানে নাচের ওয়ার্কশপ করছেন। গল্পের বাঁকে অপরাধের শিকার হবেন অভিনেত্রী সৃজা ভট্টাচার্য। এর আগে সৃজাকে দর্শক দেখেছিল ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত 'বেলা' ছবিতে। 'বেলা দে'র ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
আগেই জানা গিয়েছিল, জমজমাট থ্রিলারের মোড়কে নতুন স্বাদের এই গল্প শেষ হবে কোর্ট রুম ড্রামায়। দেখা যাবে, সম্পর্কের নানা জটিলতার গল্প। সূত্রের খবর, ছবিতে ছোটবেলার দুই বন্ধু কিঞ্জল ও সুহোত্রের বহুদিন বাদে দেখা হবে। যাদের মধ্যে একজনের মধ্যে সমকামীর ছাপ রয়েছে। কীভাবে তাঁদের বন্ধুত্ব এগোয় এবং অপরাধের শিকার হয়ে শেষ পর্যন্ত কি বিচার পাবে সৃজা, সেই রহস্য ফুটে উঠবে গল্পে।
ছবিতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন দেবলীনা কুমার। ছবিতে সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলাচ্ছেন গোপী ভগৎ। সঙ্গীত পরিচালনায় রয়েছেন শ্রাবন ভট্টাচার্য।
শুটিং শুরু হচ্ছে আগামী ৯ ডিসেম্বর থেকে। শহর জুড়ে কলকাতার বিভিন্ন জায়গা হবে শুটিং। খুব তাড়াতাড়ি বড়পর্দায় আসছে জমজমাট এই থ্রিলার ছবি।
