বলিউডে নিজের জায়গা পাকা করতে আজ লড়াই করছেন অভিনেতা অক্ষয় ওবেরয়। ‘ফাইটার’, ‘লভ হোস্টেল’, ‘ফিতুর’, ‘পিকু’—একাধিক ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। তবে অনেকেই জানেন না, তিনি আসলে প্রবীণ অভিনেতা সুরেশ ওবেরয়ের ভাইপো এবং বিবেক ওবেরয়ের খুড়তুতো ভাই। কিন্তু এই সম্পর্ক কখনও নিজের কেরিয়ারে কাজে লাগাননি তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছিলেন, “দুঃখের সঙ্গেই বলছি, আমাদের পরিবারের মধ্যে খুব একটা ঘনিষ্ঠতা নেই।” এ মন্তব্যে রীতিমতো চর্চা শুরু হয়েছিল।
অবশেষে এই বিষয়ে নীরবতা ভাঙলেন বিবেক। সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন,“আমি নিজেই অক্ষয়কে জিজ্ঞেস করেছিলাম, ঠিক কী হয়েছে রে, সাক্ষাৎকারে কেন এমন কথা বললি ? ও-ই বলল, ‘আমার কথাটা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।’ আমি শুধু এটুকুই বলব, অক্ষয়কে আমি ভীষণ ভালবাসি এবং ওর কৃতিত্বে আমি গর্বিত।” বিবেক আরও জানান— পরিবারের বিশেষ দিনগুলোতে একসঙ্গে তাঁদের দেখা যায়। “আমাদের জন্মদিন, দীপাবলি, কিংবা বাবা-মায়ের বিবাহবার্ষিকী— সবসময় ওরা আসে। একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে আমাদের শৈশবের।” অক্ষয়ের সাফল্য নিয়ে গর্বিত বিবেক বলেন, “আমি যেমন নিজের লড়াইয়ে জায়গা করে নিয়েছি, ঠিক তেমনই অক্ষয়ও করেছে। ওকে কেউ হাত ধরে বলিউডে লঞ্চ করেনি। ওর প্রতিটি সাফল্য ওর-ই প্রাপ্য। বলিউডে নিজের জায়গা একেবারেই যোগ্যতার জোরে বানিয়েছে ও।”
বিবেক ওবেরয় এই শতকের শুরুতেই ‘কোম্পানি’ এবং ‘সাঁথিয়া’-র মত ছবির মাধ্যমে বলিউডে নিজের ছাপ ফেলেছিলেন। অন্যদিকে, অক্ষয়ের পথ ছিল অনেক দীর্ঘ ও কণ্টকাকীর্ণ। নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
সম্প্রতি অক্ষয়কে দেখা গিয়েছিল ঋত্বিক রোশনের ফাইটার-এ। এবার তিনি জাহ্নবী কাপুর ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করতে চলেছেন ‘সানি সংস্কারি কী তুলসি কুমারী’ ছবিতে। অক্ষয়ের “আমরা ঘনিষ্ঠ নই” মন্তব্যে চর্চা শুরু হলেও, বিবেক জানালেন— ভুল ব্যাখ্যা হয়েছে আসল কথার। তাঁর দাবি, পরিবারের সম্পর্ক মজবুতই আছে এবং অক্ষয়ের যোগ্যতা, সাফল্য নিয়ে তিনি ভীষণ গর্বিত।
অন্যদিকে, পরিবার নিয়েও গর্ব আছে অক্ষয়ের। অক্ষয়ের ভাষায়, “বিবেক আর কাকা দু’জনেই দুর্দান্ত অভিনেতা। আমি গর্বিত এই পরিবার থেকে আসতে পেরে। তবে সত্যি বলতে কী, একসঙ্গে কাজ করলে আরও মজা হত।”
এখন অক্ষয়ের হাত ভরসা ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ ছবিতে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন বরুণ ধাওয়ান, জাহ্নবী কপূর, রোহিত সরাফ, সানিয়া মলহোত্রা ও মনীশ পল। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই বড় বাজেটের ছবি মুক্তি পাবে ২ অক্টোবর, ২০২৫-এ।
অন্যদিকে বিবেক ওবেরয় এখন ব্যস্ত ‘মস্তি ৪’-এর শুটিংয়ে। সঙ্গে রয়েছেন অফতাব শিবদাসানি, রিতেশ দেশমুখ, এলনাজ নরোজি ও রুচি সিংহ। ছবিটির এখনও শুটিং চলছে, মুক্তির দিন ঘোষণা হয়নি। পরিচালক নীতেশ তিওয়ারির এই বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’ ঘিরে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। নমিত মালহোত্রা এবং যশ প্রযোজিত এই দুই পর্বের সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পাবে দীপাবলি ২০২৬-এ, এবং দ্বিতীয় ভাগ ২০২৭-এ। 'রাম' ও 'সীতা'র চরিত্রে দর্শক দেখবেন রণবীর কাপুর ও সাই পল্লবীকে। একে একে সামনে আসছে ছবির চরিত্রাভিনেতাদের নাম। জানা যাচ্ছে, এই ছবিতে 'বিদ্যুৎজিহ্বা'র চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়।
