বলি অভিনেতা বিজয় বর্মা বর্তমানে তাঁর আসন্ন ছবি ‘গুস্তাখ ইশ্‌ক’ নিয়ে তুমুল আলোচনায়।  পাশাপাশি জোর চর্চা চলছে ছবির সহ-অভিনেত্রী  ফতিমা সানা শেখের সঙ্গে তাঁর সম্পর্কে নিয়ে! ছবির প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর থেকেই এই রেট্রো রোম্যান্স ছবিটি অনুরাগীদের কৌতূহলের কেন্দ্রে। পাশাপাশি দু'জনের সম্পর্ক নিয়েও।  বলিপাড়ায় ক্রমশ বাড়ছে দু'জনকে নিয়ে গুঞ্জন। আর এবার ফতিমা সানা শেখ-এর সঙ্গে কাজ করা নিয়ে বিজয় খুলে বললেন নিজের মনের কথা।

 

এক  সাক্ষাৎকারে বিজয় জানালেন, ফতিমা কতটা স্বচ্ছন্দ, বাস্তব আর নিখুঁত অভিনয়ের প্রতি কতটা নিবেদিত। তাঁর কথায়, “ফতিমার সঙ্গে কাজ করা মানেই স্বস্তি। ও ফুরফুরে হওয়ার মতো...ভীষণ সোজাসাপটা একজন মানুষ। অভিনেত্রী হিসেবেও যথেষ্ট ভাল। আর একইসঙ্গে মজা করতে ভালবাসে, ঠান্ডা মাথার আর কাজের প্রতি ভীষণ একাগ্রতা ওর। শুটিংয়ে প্রতিটা শটেই নিজের ১০০ শতাংশের বেশি দেয়। শটটা ঠিকঠাক না হওয়া পর্যন্ত শান্ত হয় না।”

বিজয়ের মতে, তাদের দু’জনের রসায়নের ভিত্তি রয়েছে আরও গভীরে-“আমাদের রসবোধের সেন্সটা একটু অন্যরকমের। ফলে ওর সঙ্গে কাজ করতে খুবই মজা লাগে।”

বিজয় আরও জানালেন, অপ্রকাশ্য রোম্যান্সই ‘গুস্তাখ ইশ্‌ক’-এর আসল সৌন্দর্য। ফতিমার সঙ্গে নিজের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বিজয় বলেন,“এই ছবিতে প্রেমটা খুব পুরনো দিনের, যেখানে কথা কম, অনুভূতি বেশি। সেই চেপে রাখা, সেই নীরবতা, সেই ধীরে-ধীরে ফুটে ওঠা আবেগ… এই ব্যাপারটাই অভিনয় করতে সবচেয়ে ভালো লেগেছে। ফতিমাও দারুণভাবে সেটি এক্সপ্লোর করেছে।” তিনি আবারও জানান,“ ওই যে বললাম ফতিমা ঠান্ডা, ফুরফুরে হওয়ার মতো। ভীষণ আনন্দ দেয় ওর উপস্থিতি।”