সংবাদ সংস্থা মুম্বই: গত বছর সমালোচকদের প্রশংসা কুড়োনোর পাশাপাশি বক্স অফিসেও দুরন্ত গতিতে সফল হয়েছে কবীর খান পরিচালিত ছবি 'চন্দু চ্যাম্পিয়ন'। এরপর বলিপাড়ায় ফিসফাস তাঁর আগামী ছবিতে মুখ্যভূমিকায় দেখা যেতে পারে ভিকি কৌশলকে। সূত্রের তরফে জানা গিয়েছে, কবীরের এই ছবির গল্প নাকি বেশ মনে ধরেছে ভিকির। ইতিমধ্যেই বেশ কয়েকবার এই ছবি সংক্রান্ত বিষয়ে মুখোমুখি বৈঠকও নাকি সেরে নিয়েছেন তাঁরা। খবর, ছবির গল্পের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন ভিকি যাতে সায় রয়েছে কবীরের। তবে পুরো বিষয়টাই এইমুহুর্তে প্রাথমিক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বলে শোনা গেলেও ওই সূত্রের দাবি, গোটা ব্যাপারটা যেভাবে এগোচ্ছে তাতে পর্দায় কবীর-ভিকির জুটির ছবি এলে অবাক হওয়ার কিছু হবে না।

 

সেই সূত্র আরও জানিয়েছে, ক্যাটরিনার সঙ্গে দারুণ বন্ধুত্ব কবীরের। নিউ ইয়র্ক, এক থা টাইগার -এর মতো একাধিক ব্লকব্লাস্টার ছবি ক্যাটরিনার কেরিয়ারে রয়েছে, যাঁর পরিচালক কবীর। ক্যাট-এর জীবনে ভিকি আসার পর, স্বভাবতই ভিকির-ও বন্ধু হওয়ার পাশাপাশি মেন্টর হিসাবেও দায়িত্ব পালন করছেন কবীর। এবং গত কয়েক বছর ধরেই তিনি চেষ্টা করছিলেন ভিকির উপযুক্ত কোনও চিত্রনাট্য লেখার। খবর, শেষমেশ তা হয়েছে। 

 

উল্লেখ্য, গত বছর শোনা গিয়েছিল, স্পোর্টস ফিল্মের পর এবার একটি অ্যাকশন-থ্রিলার তৈরি করার প্রস্তুতি নিচ্ছেন এই পরিচালক। সূত্রের খবর, সেই ছবির পরতে পরতে রহস্য জড়িয়ে থাকার পাশাপাশি থাকবে অ্যাডভেঞ্চারের স্বাদও। আর এই ছবির জন্য কবীর খানের পছন্দ নাকি হৃতিক রোশন!