বলিউডে তারকাপুত্র বা কন্যাদের কাজ করতে হলে শুরু থেকেই অনেক সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তাঁরা ভাল কাজ করতে না পারলে, টিকতেও পারছেন না এই ইন্ডাস্ট্রিতে। সেটা নেপোটিজম বিতর্কের কারণে। কিন্তু সুনীল শেট্টি জানালেন, ছেলে অহনকে সমস্যার মুখে পড়তে হয়েছে, তিনি ‘বর্ডার টু’-র অংশ হতে চাইছিলেন বলে।
এক সাক্ষাৎকারে সুনীল বলেন, "কী-কী হয়েছে আমি সব জানি। যেদিন মনে করব, সাংবাদিক বৈঠক করে সব বলে দেব, কারা এমন করেছেন। আহান ‘বর্ডার’ করতে চাইছিল বলে, ওকে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে। কিছুজন চাইছিল অহন অন্য কাজ করুক। কারণ তাঁরা চাইছিলেন না ‘বর্ডার’ হোক।”
ছেলের পাশে দাঁড়িয়ে এমনটাই মন্তব্য করেছিলেন সুনীল। তাঁর হুংকারের রেশ টেনে উঠে এসেছে অন্য বিতর্ক। এক সময় মেয়েকে বলিউডে কাজ পাইয়ে দেওয়ার জন্য কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার দ্বারস্থ হয়েছিলেন সুনীল। বলিউডের অন্যতম কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবরা। সম্প্রতি, একটি পডকাস্ট শো-এর সাক্ষাৎকারে তাঁর সাফল্যের কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন অভিনেতা সুনীল শেট্টির নাম।
তাঁর কথায়, "আমি যখন কাস্টিং ডিরেক্টর হিসেবে ধীরে ধীরে সাফল্য পেতে শুরু করি, তখন সুনীল শেঠি আমায় সাহায্য করেছিলেন। সেইসময় আমি তাঁর মেয়ে অর্থাৎ আথিয়া শেট্টিকে নিয়ে 'হিরো' ছবিটি করছিলাম। তখন আরাম নগরে সুনীল শেঠির একটি বাংলো ছিল। তিনি একদিন আমার অফিসে এসে ওই বাংলোতে আমাকে অফিস করার প্রস্তাব দেন সুনীল। প্রথমে ইতস্তত করছিলাম। সুনীলজি আশ্বাস দিয়ে বলেছিলেন চিন্তা না করে শুধু ভাল কাজ করে যেতে।"
তিনি আরও বলেন, "আমায় সুনীলজি বলেছিলেন আমি তাঁর মেয়ের জন্য এতকিছু করেছি তার বিনিময়ে যেন ওই বাংলোটিতে নিজের অফিস তৈরি করে নিই। এরপরে নতুন করে অফিস সাজাই। এরপরে দিল্লি, চণ্ডীগড় এমনকী লন্ডনেও আমার অফিস রয়েছে।"

আথিয়া ২০১৫ সালে আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ পাঞ্চোলির বিপরীতে নিখিল আদবানির রোমান্টিক ড্রামা 'হিরো'র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। আর সেই ছবির জন্যই মুকেশ ছাবরাকে নিজের বাংলো উপহার হিসেবে দিয়েছিলেন সুনীল শেট্টি। তবে সন্তান জন্মের পর আর কাজে ফেরেননি আথিয়া। মেয়ে নাকি আর অভিনয় করতে চায় না, এমনটাই জানিয়েছেন সুনীল।
তবে বর্তমানে আরও একবার বিতর্ক তৈরি হয়েছে সুনীলের এক মন্তব্যকে ঘিরে। বলিউড অভিনেতা সুনীল শেট্টি সম্প্রতি আধুনিক যুগের সম্পর্কের ভঙ্গুর অবস্থার জন্য ভার্চুয়াল দুনিয়াকে দায়ী করলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, আজকাল মানুষ বাস্তব জীবনের চেয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে এতটাই ডুবে থাকে যে সম্পর্কের মধ্যে সত্যিকারের যোগাযোগ ও বোঝাপড়া হারিয়ে যাচ্ছে।
সুনীল শেট্টি জানান, তিনি নিজে দীর্ঘদিন ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, কারণ তার পরিবারে ভালবাসা ও বোঝাপড়ার জায়গা আছে। তাঁর কথায়, “যদি স্বামী কাজ করে, স্ত্রী সন্তানদের দায়িত্ব নেয় — এভাবেই ভারসাম্য বজায় রাখতে হয়।”
যদিও এই মন্তব্যের জেরে আবারও নেটিজেনদের কটাক্ষের শিকার হতে শুরু করেছেন সুনীল। তাঁর এই মন্তব্যে নারী-পুরুষের ভেদাভেদকে স্পষ্ট করেছেন নেটিজেনরা। তাঁর এই মন্তব্যকে ঘিরে চর্চা চললেও, এই বিষয়ে পাল্টা কিছু বলেননি অভিনেতা।
