নিজস্ব সংবাদদাতা: একসঙ্গে মুক্তি পেয়েছে চার চারটি বাংলা ছবি। তার মধ্যে সেরা হওয়ার লড়াইয়ে জোর টক্কর চলছে 'সন্তান' ও 'খাদান'-এর মধ্যে। যদিও এর আগে রাজ চক্রবর্তী জানিয়েছিলেন যে তিনি কোনও ছবির বিরোধিতা করেন না। তাঁর কথায়, "আসলে এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি। আমি কখনওই কাউকে নিয়ে বা কোনও ছবি নিয়ে খারাপ কথা বলিনি, আমি 'খাদান'-এর বিরুদ্ধে কখনও কোনও খারাপ কথা বলিনি। আবার বলছি আমার কথাকে ভুল মানে করা হয়েছে। আসলে অনুরাগীরা ভুল বুঝে এরকম করে ফেলেন অনেক সময়। তবে আমার মনে হয় এতে শাপে বর হয়েছে, দুটো বাংলা ছবিই দেখছেন দর্শক।"

 


কিন্তু এর মাঝেই নাম না করে সমাজ মাধ্যমে দেবকে খোঁচা 'সন্তান' অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর। ঋত্বিক এদিন তাঁর পোস্টে লেখেন, "চা দোকানের লোকটাকে এখুনি বলতে শুনলাম সোশ্যাল ডিলেমায় দেখিয়েছিল কিছু ছিঁচকে কিস্যু না বুঝে সিনেমা বাণিজ্য কমার্স নিয়ে নিজেদের গ্যাদগ্যাদে জ্ঞান বিলিয়ে দেবে অকাতরে আর কত সহজেই প্রমাণ করবে শিরায় শিরায় রক্ত মাথায় কিন্তু গত্ত! আমিও ট্রেন্ড অনুযায়ী না -বুঝেই শেয়ার করলাম কথাটা। এদিকে চারটে ভিন্ন স্বাদের জমজমাট বাংলা ছবি চলছে। আপনার পছন্দ মতো হলে গিয়ে দেখুন।"

 


অভিনেতার এই মন্তব্যে চটে লাল দেব ভক্তরা। ঋত্বিকের ওই পোস্টের মন্তব্যে একজন লেখেন, 'এই তো সব অভিনেতা এরা আবার বাংলা সিনেমার ভাল করবে। এরা নিজেরাই নিজেদের দেখতে পারে না। মুম্বইয়ের কেউ কখনও এটা করবে?' কেউ আবার লেখেন, 'কিছুই না, নিজেদের মধ্যে এরকম ঝামেলা দেখলে মানুষই বুঝতে পারবে না যাবে কোথায়। নধরের ভেলা দেখার অপেক্ষা রইল!' অন্যজন লেখেন, 'দাদা আপনার কষ্টটা কেউ বুঝবে না, আমি বুঝি এই কষ্টটা। তবে মন ভাল করার জন্য একটা ছবি দেখতে পারেন। 'খাদান' বলে একটা বাংলা ছবি খুব ভাল হয়েছে দেখতে পারেন। আশা করি আপনার মন ভাল হয়ে যাবে।' আরেকজনের কথায়, 'এত হিংসে কেন মনে? এইভাবে বড় হওয়া যায় না।'