নিজস্ব সংবাদদাতা: গল্পের নিত্য নতুন চমকে জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক 'তেঁতুলপাতা'। একদিকে, ঋষি-ঝিল্লির না বলা প্রেম, অন্যদিকে বড়জার সঙ্গে ঝিল্লির বুদ্ধির লড়াই। সব মিলিয়ে প্রতি সপ্তাহেই দর্শকের দৃষ্টি আকর্ষণ করে এই মেগা। ইতিমধ্যেই শত চেষ্টা করেও ভোটে ঝিল্লিকে হারাতে পারেনি বড়জা। শিমুলপুরার নতুন পঞ্চায়েত প্রধানের পদ এখন ঝিল্লির দখলে।
এর মধ্যেই আসে নতুন মোড়। গল্পে এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক! এবার তার সঙ্গেই ঝিল্লির কেমিস্ট্রি দেখানো হবে? কী হবে ঋষির? না, চিন্তার কোনও কারণ নেই। পুরোটাই হবে ঝিল্লি ও তেঁতুলপাতার সদস্যদের গোপন প্ল্যানে। ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, গ্রামের নতুন পঞ্চায়েত প্রধান হিসাবে ঝিল্লিকে সংবর্ধনা জানাতে আসে এক নতুন পুলিশ অফিসার অমিত গুপ্ত। এই চরিত্রে 'তেঁতুলপাতা'র নতুন অধ্যায়ে আসছেন অভিনেতা রবি সাউ।
ঋষি ও ঝিল্লির বিয়েটা ভালভাবে দেবার জন্য ছক কষে পরিবারের সবাই। তাদের সঙ্গে হাত মেলায় নতুন অফিসারও। তারা ঋষির সামনে ভান করে, ঝিল্লি আর অমিত একে অপরকে যেন ভালবেসে ফেলেছে। এমনকী বিয়ের পিঁড়িতেও বসতে যায় তারা। ঝিল্লিকে নিজের চোখের সামনে অন্য কারওর হয়ে যেতে দেখে রেগে আগুন ঋষি। মণ্ডপে এসে ঝিল্লির বিয়ে ভেঙে দেয় সে। এবার কি ঋষি নিজের মনের কথা ঝিল্লিকে বলবে? নাকি রাগের বশে ঘটাবে কোনও অঘটন?
