নিজস্ব সংবাদদাতা: ছোটপর্দার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন ওম সাহানি। এরপর একে একে ছোটপর্দায় জনপ্রিয়তার পর বড়পর্দায় পরিচিতি বাড়ান অভিনেতা। 

 

অভিনেত্রী মিমি দত্তর সঙ্গে ২০২০ সালে সই সাবুদ করে বিয়ে সেরেছেন অভিনেতা ওম সাহানি। ব্রহ্ম মতে সাতপাকে বাঁধাও পড়েন এই তারকা জুটি। সুখী দাম্পত্যের চাবিকাঠি হিসাবে বন্ধুত্ব আর বিশ্বাসকেই ইঙ্গিত করেন তাঁরা। 

 

আগামীতে ওমকে দেখা যেতে চলেছে রাম কমল মুখোপাধ্যায়ের পরিচালনায় 'বিনোদিনী'তে। এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। কিন্তু এর মাঝেই এক গোপন তথ্য ফাঁস করলেন ওম। 

 


সমাজ মাধ্যমে জানালেন, তিনি নাকি 'বাহুবলী'তে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন। তাও আবার 'বাহুবলী'র চরিত্রে! কিন্তু একটুর জন্য এই চরিত্রটি নাকি হাতছাড়া হয়ে যায় ওমের। আসলে নিছক মজার ছলেই এই উক্তিটি করেছেন অভিনেতা। সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাগ করেছেন ওম। সেখানে দেখা যাচ্ছে একটি ভারী পাথর একহাতে তুলছেন তিনি। তারই সঙ্গে ওম লেখেন, "আমি যদি বাহুবলী হতাম, তাহলে এই ভারী পাথরটি কাটাপ্পার দিকে ছুঁড়ে মারতাম। তখন সবাই বলত, 'বাহুবলী কেন কাটাপ্পাকে মারল?' কিন্তু একটুর জন্য এই চরিত্রটি হাত ফসকে বেরিয়ে গেল, তার জন্য খুবই দুঃখিত।"

 


নিছক মজার ছলে করা ওমের এই পোস্টের মন্তব্যেও বেশ রসিকতা করেছেন নেটিজেনরা। আবার অনেকে তাঁদের পছন্দের নায়ককে ভালবাসাও জানিয়েছেন।