নিজস্ব সংবাদদাতা: স্বপ্ন পূরণের প্রথম ধাপ ছুঁয়ে ফেললেন টলিউড অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায়। এই মুহূর্তে কালার্স বাংলার 'রামকৃষ্ণা' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। এরমধ্যেই বলিউডে প্রথম কাজের সুযোগ এল নীলাঙ্কুরের।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে এই সুখবর দেন অভিনেতা। একটি ভ্যানিটি ভ্যান, যেখানে নিজের নামের পোস্টার, সেই ছবি পোস্ট করে নীলাঙ্কুর লিখেছেন, "মুম্বইতে আমার প্রথম কাজ। আমি আপ্লুত। কেউ যদি সত্যিই জীবনে মন থেকে কিছু চায়, সেই রাস্তা মসৃণ না হলেও তা পাবে। একজন অভিনেতা হিসাবে আমি প্রতিদিন আমার ভয় এবং সংগ্রামের সাথে মোকাবিলা করি যাতে কিছু চমক পাওয়া যায়।"

আজকাল ডট ইন-কে নতুন কাজ প্রসঙ্গে নীলাঙ্কুর জানালেন, "এই বিষয়ে এখনই বেশি কিছু বলা যাবেনা। একটা জনপ্রিয় ব্র্যান্ডের মুখ হিসেবে আমাকে বাছাই করে নেওয়া হয়েছে, খুব শীঘ্রই সেই ব্যাপারে দর্শক জানতে পারবেন।"

প্রসঙ্গত, বর্তমানে টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীরা বলিউডের ছোট পর্দা এবং বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এরপর কি তাহলে তেমনই কোন সুখবর দিতে চলেছেন নীলাঙ্কুর? সেই অপেক্ষায় রয়েছেন অভিনেতা নিজেও।