অভিনেত্রী হওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছেন নওয়াজ-কন্যা শোরা সিদ্দিকী। অভিনয়কেই আপাতত তাঁর ধ্যান জ্ঞান। একথা আর কেউ নয়, জানিয়েছেন স্বয়ং নওয়াজউদ্দিন সিদ্দিকী স্বয়ং। বলা-অভিনেতা আরও জানান কীভাবে একান্ত চেষ্টায় স্কুলের অভিনয় দলে নিজেকে নথিভুক্ত করেছে শোরা। শুধু তাই নয়, এই বয়সেই নিয়মিত বিশ্বের বিভিন্ন দেশের ছবি দেখে সে।
এক সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন মেয়েকে নিয়ে কথা বলতে গিয়ে নানা অজানা তথ্য তুলে আনেন। তিনি জানান, তাঁর মেয়ে শোরা অত্যন্ত স্পষ্টভাষী ও স্বাধীনচেতা। তিনি মজা করে বলেন, মাঝে মাঝে তিনি মেয়ের উপর রাগ দেখালেও, চিৎকার করলেও শোরা বিন্দুমাত্র ভয় পায় না। উল্টে বাবাকে খোলাখুলি সমালোচনা করে। নবাজের কথায়, “শোরা আমাকে অনেক সময় আমার জায়গায় নামিয়ে আনে। আমি হয়তো বড় অভিনেতা, কিন্তু ওর সামনে আমি স্রেফ একজন বাবা। আমার সিনেমাও সে বেশিরভাগ সময় দেখে না, আর দেখলেও সোজাসুজি বলে দেয় কেমন লাগল।”

শোরা বর্তমানে দুবাইয়ে পড়াশোনা করছে। বাবা হিসেবে নওয়াজউদ্দিন স্বীকার করেছেন, ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক দায়িত্ব একসঙ্গে সামলানো তাঁর জন্য সহজ নয়। তবে তিনি গর্বের সঙ্গে জানান, মেয়ের সঙ্গে এই সম্পর্কই তাঁকে বাস্তবের মাটিতে দাঁড় করিয়ে রাখে।
অভিনেতার মতে, তাঁর মেয়ে শুধু আদরের নয়, বরং এমন একজন, যে তাঁকে মানুষ হিসেবে আরও উন্নত হতে সাহায্য করে। নওয়াজ বলেন, “ওই আমার সবচেয়ে কাছের মানুষ। ও আমাকে নির্দ্বিধায় ভুল ধরিয়ে দেয়, প্রশংসার চেয়ে সমালোচনা বেশি করে, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার।”
আরও পড়ুন: শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জনে কার নামে ট্যাটু করালেন কার্তিক? হঠাৎ কেন চটে লাল জাহ্নবী কাপুর?
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা আরও জানান, তিনি কোনওদিন সেভাবে টের পাননি তাঁর মেয়ের অভিনয় প্রীতির কথা। সাম্প্রতিক সময়ে যখন জানতে পারলেন এবং দেখলেন অভিনয় নিয়ে মেয়ের ভালবাসা তখন আর পাঁচজন বাবার মতো তিনিও উৎসাহ দেওয়া শুরু করলেন মেয়েকে। শোরা যে এখন অভিনয়ের বিভিন্ন ওয়ার্কশপে যায়, সেকথাও জানাতে ভুললেন না নওয়াজ।
অভিনেতার কথায়, "আমার মেয়ের উপরে এই বলে চাপ সৃষ্টি করতে পারি না যে আমি অভিনয়ের এই বিষয়গুলো শিখেছি তাই তোমাকেও ঠিক সেই বিষয়গুলো সেভাবেই শিখতে হবে। আমার মেয়ে তাঁর নিজের মতো করে এই পৃথিবীকে চিনছে, বুঝছে এবং সেটা ভীষণভাবে জরুরি...এই নিজের মতো করে চারপাশকে চেনাজানা। জীবন সমন্ধে ওর নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকা অত্যন্ত জরুরি। এই বিষয়ে অন্য কারও মত চাপিয়ে দেওয়া কখনও উচিত নয়!"
সম্প্রতি, সমাজমাধ্যমে মেয়ের অভিনয়ের একটি ভিডিও ভাগ করেছেন নওয়াজ। যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়েছেন। এমনকী এবার 'নেপোটিজম' যে সত্যিই সঠিক দিকে এগোচ্ছে, সেই কথাও তুলে ধরেন নেটিজেনরা।
