সংবাদ সংস্থা মুম্বই: ‘অ্যানিম্যাল’ ছবির হিংস্রতা হইচই ফেলেছিল দেশজুড়ে। কাঠগড়ায় তোলা হয়েছিল ছবির নায়ক রণবীর কাপুর, খলনায়ক ববি দেওল থেকে পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গাকে। ছবির হিংস্রতা ছাড়াও শয্যাদৃশ্যর বিষয় নিয়ে সমালোচনা হয়েছে। প্রশ্ন উঠেছিল ছবিতে উগ্র পৌরুষতাকে যেভাবে পেশ করা হয়েছে, তা নিয়েও। সম্প্রতি, নিজের আগামী ছবি ‘বনবাস’ ছবির এক প্রচার অনুষ্ঠানে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন নানা পটেকর। সেখানে তিনি ‘অ্যানিম্যাল’কে সম্বোধন করলেন ‘অনিল-ম্যাল’ বলে। ছবিটিকে কটাক্ষ করলেও অনিলের অভিনয়ের দুরন্ত প্রশংসা শোনা গেল ‘ক্রান্তিবীর’ ছবির নায়কের মুখে।
বরাবরই খুল্লম খুল্লা নানা। যা ভাবেন তাই বলে বসেন। সম্প্রতি, এক অনুষ্ঠানে মুখোমুখি হয়েছিলেন ‘উদয় ভাই’ ও ‘মজনু ভাই’। অনিল কাপুরের সঙ্গে হাজির হয়ে তাঁর সামনেই তিনি ‘অ্যানিম্যাল’ ছবিটিকে কটাক্ষ করলেন। জানালেন, অনিল কাপুরের পারফর্ম্যান্স ছাড়া ছবিতে বাকি সবার অভিনয়-ই চড়া দাগের হয়েছে। তিনি জানান, এই ছবি তিনি দেখতে চাননি প্রথমে। তবে তাঁর পরিচিতরা জানান, এই ছবিতে অনিল কাপুর নাকি খুব ভাল পারফর্ম করেছেন, তাই নানা যেন দেখেন। অনিলের অভিনয়ের কথা শুনেই আগ্রহ প্রকাশ করেন নানা। এবং দেখেন। তারপর? ‘অব তক ছাপান্ন’ ছবির অভিনেতার কথায়, “ছবি দেখার পর প্রথম যেকথাটা আমার মাথায় এল, তা হল ‘অনিল-ম্যাল’। সেটা তোকে জানিয়েও ছিলাম ফোন করে। আজও বলছি, তুই ছাড়া এ ছবির বাকি সবাই বাড়াবাড়ি রকমের অভিনয় করেছে। আমার বন্ধুরা যখন বলেছিল ছবিতে তোর দুরন্ত অভিনয়ের কথা, তা শুনে কিন্তু এতটুকুও অবাক হয়নি। কারণ জানতাম তুই ভাল অভিনয়-ই করিস।”
