নিজস্ব সংবাদদাতাঃ একদিকে জোরকদমে চলছে 'রক্তবীজ ২'-এর শুটিং। অন্যদিকে, আগামী ছবি 'আমার বস'-এর প্রচার। সঙ্গে রাজনীতি, ছোট্ট মেয়ের দায়িত্ব। দোসর কাঠফাটা গরমের দাবদাহ। আচমকাই অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন মল্লিক। কাজের প্রতি দায়বদ্ধতা থেকে হাসপাতালে বন্ড সই করে শুটিং সারলেন বিধায়ক-অভিনেতা।
উইন্ডোজ প্রোডাকশন হাউজের 'রক্তবীজ ২' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন। আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলেন তিনি। বাড়িতে প্রাথমিক চিকিৎসা করে সুস্থ হওয়ার পর শুটিং করতে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়েন। সেই সময়ে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের শুটিং ফ্লোর থেকেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
টলিপাড়ার খবর, এপ্রিল মাসের ১৬-১৯ তারিখ অবধি হাসপাতালে ভর্তি ছিলেন কাঞ্চন মল্লিক। শরীরে জলশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে চিকিৎসার পর আপাতত সুস্থ হয়ে উঠেছেন অভিনেতা। হাসপাতালে থাকাকালীন বন্ড সই করে ফের শুটিংয়ে ফেরেন কাঞ্চন। কাজের দায়বদ্ধতা থেকেই অসুস্থতা নিয়েও শুটিং চালিয়ে যান অভিনেতা।
এর আগে মায়ের মৃত্যুর পরই শুটিংয়ে যোগদান করেছিলেন কাঞ্চন। সেই সময়ে তাঁর কাজের প্রতি দায়িত্ববোধের কথা সমাজ মাধ্যমে জানিয়েছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ আছেন কাঞ্চন মল্লিক। গতকাল 'আমার বস' ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানেও তাঁকে হাসিমুখে দেখা গিয়েছে।
কাঞ্চনের অসুস্থতার কথা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। এই মুহূর্তে শ্রীময়ীও ব্যস্ত রয়েছেন নতুন ধারাবাহিকের শুটিংয়ে। ব্যস্ততা থাকলেও তাঁরা উভয়ে মেয়ে কৃষভিকে যথাযথ সময় দিচ্ছেন।
