নিজস্ব সংবাদদাতা: ভারতের স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ আগস্ট মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'পদাতিক'। এই দিনটি প্রত্যেক ভারতবাসীর কাছে আবেগের দিন। গর্বের দিন। তাই মৃণাল সেনের মতো বরেণ্য ব্যক্তির বায়োপিক মুক্তির জন্য এই দিনটি বেছে নিয়েছিলেন পরিচালক। কিন্তু বর্তমানে সমাজের কঠিন পরিস্থিতির জন্য ছবি সাফল্য পায়নি বক্স অফিসে।
এই ছবিতে মৃণাল সেন-এর ছ'টি লুকে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। মৃণাল সেন-এর কিশোর বয়সের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে কোরক সামন্তকে। গীতা সেনকে পর্দায় ফুটিয়ে তুলেছেন মনামী ঘোষ। ছবিতে সত্যজিৎ রায় -এর ভূমিকায় দেখা গিয়েছে জিতু কমল। ছবির গল্পে মৃণাল সেনের সিনেমা তৈরির অনুপ্রেরণা, সময়কাল, সবটাই উঠে এসেছে। মৃণাল সেনের জীবনী নিয়ে তৈরি এই ছবিতে উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছেন গৌরব রায়চৌধুরী। পর্দায় তাঁকে খুব বেশি সময়ের জন্য দেখা না গেলেও নিজের অভিনীত এই চরিত্র নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ার অনুরাগীদের সামনে তুলে ধরলেন উত্তম কুমারের লুকে তাঁর ঝলক। সাদা কালো ফ্রেমে, যেন অবিকল মহানায়ক! আজকাল ডট ইন-কে গৌরব জানান, এই চরিত্রটি তাঁর কাছে অভিনয় জীবনের বড় পাওয়া। চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয় যেন এক অনন্য অভিজ্ঞতা।
গৌরবের কথায়, "অভিনয় জগতে এগিয়ে যাওয়ার পথে 'গুরু' মানি উত্তম কুমারকে। ওঁর ভূমিকায় নিজেকে যখন প্রথম আয়নায় দেখলাম, সেই মুহূর্তটা অবিস্মরণীয় ছিল। যেভাবে আমায় পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে তার জন্য কৃতজ্ঞ গোটা টিমের কাছে। মহানায়কের চরিত্রে অভিনয় সবার ভাগ্যে থাকে না। তাই এই ছবির জন্য পারিশ্রমিক নিইনি।"
প্রসঙ্গত, এই মুহূর্তে জি বাংলার ধারাবাহিক 'পুবের ময়না'র মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে গৌরবকে।
